আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশর বিশ্ব রেকর্ড : আপনারা সবাই বস্তা লইয়া আইয়েন

love to singing বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ঢাকা, ২০ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার পাঁচ হাজার ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এরআগে চলতি মাসের ৩ তারিখে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল পাঁচ হাজার ২৬ মেগাওয়াট। বিদুত উতপন্নে বিশ্ব রেকর্ড হওয়ার কারণে - ১। নতুন সংযোগ বন্ধ থাকবে ২।

প্রতি দিন ৮ ঘন্ট করে লোড সেডিং চলেত থাকবে ৩। সি এন জি দুপুর ১২ টা থেইকা সারা দিনরাত বন্ধ ৪। সরকারী অফিস সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে। নইলে সরকারের কর্মকর্তারা এসি দিয়া সব বিদু্ত খাইয়া ফালাইব। ৬।

ইরি বোরো চাষ বন্ধ থাকব। নইলে এই বিদুত খয় হইয়া যাইব। ৭। কল কারখানায সকল সংযোগ বন্ধ কইরা দেওয়া হইব। নইলে িবদুত উতপন্ন কম হইয়া যাইবে।

৮। গুরুত্বপূর্ণ মার্কেট সকাল ৯টা থেকে রাতের ৮টা পর্যন্ত বন্ধ থাকব। নাইলে ঐ বেয়াদব গুলো বিদু্ত সব খরচ কইরা ফালাইব। ১০। এতো কিছুর পরও যদি জনগণ বিদু্ত না পাও তাইলে বইয়া বইয়া গিয়া লেমু চোষ যাও।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.