আমাদের কথা খুঁজে নিন

   

অধিনায়ক বিপ্লব বিব্রত

I AM A FRIENDLY BOY বাংলাদেশ দলের অধিনায়ক বিপ্লব আজ লেবাননের বিরুদ্ধে দলে যে নেই তা জেনেছিলেন সংবাদ সম্মেলনে আসার আগেই। তারপরও ভারপ্রাপ্ত অধািনয়ক সুজনকে না এনে বিপ্লবকে মিডিয়ার সামনে এনে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বিপ্লব যদি একাদশেই না থাকেন তাহলে তার বদলে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক সুজনকে আনা হলে তার সাথে কথা বলতে পারতেন সংবাদ কর্মীরা। কেন এমনটা হলো তা জানেন না দলনেতা ফজলুর রহমান বাবুল। তিনি বলেন, আমি তো জানি না অধািনয়ক বদল হয়েছে।

কেন জানেন না তার উত্তর দেয়ার আগেই মাইক্রোফোন কেড়ে নিয়ে কথা বলে পরিস্থিতি ঘুরিয়ে দেন বাফুফের কমিনিউকেশন্স এন্ড মার্কেটিং ম্যানেজার আহমেদ সাইদ আল ফাতাহ। অভিজ্ঞ গোলকিপার হয়েও জাতীয় দলের মেসিডোনিয়ান কোচ নিকোলা বিপ্লবকে মাঠে না নামিয়ে অনভিজ্ঞ গোলকিপার মামুন খানকে খেলাচ্ছেন। কেন তিনি ঝুঁকি নিচ্ছেন জানতে চাইলে বলা হয় জাতীয় দলকে ভারসাম্যপূর্ণ করার জন্য মামুন খানকে নেয়া হয়েছে। এটা কতটুকু গ্রহণযোগ্য তা বুঝা গেলো না। প্রথম ম্যাচ মাঠের বাইরে বসে খেলা দেখলেন বিপ্লব, আজও মাঠের বাইরে থাকবেন।

তারপরও দল সম্পর্কে তিনি বললেন, কোচ যেভাবে দল সাজিয়েছে তার উপর আমার আস্থা আছে। আমি কোচের সিদ্ধান্তকে সম্মান জানাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.