আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপ হকিতে চয়ন অধিনায়ক

হকি ফেডারেশনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত দলে তিন জন নবাগত - ফরহাদ আহমেদ, সাব্বির হোসেন ও মোহাম্মদ রোমান সরকার।
আগামী ২৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মালয়শিয়ায় হবে এশিয়ার সেরা হকি টুর্নামেন্টটি। বাংলাদেশের ২৫ অগাস্ট দক্ষিণ কোরিয়া, ২৬ অগাস্ট ওমান ও ২৮ অগাস্ট ভারতের সঙ্গে লড়াই। বাংলাদেশ দল মালয়শিয়ার উদ্দেশে রওনা দেবে ২০ অগাস্ট। ২২ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

তার আগে ঢাকায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে।
দ্বিতীয় বারের মতো অধিনায়কের দায়িত্ব পাওয়া চয়নের চোখে দলকে সাফল্য এনে দেয়ার স্বপ্ন। তিনি বলেন, “এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। ধারাবাহিকতা ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে খেলোয়াড়দের এক সূতোয় গেঁথে রাখার। ” “সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি যেন দলের ওপরে কোনো বিরুপ প্রভাব না ফেলে, সেদিকেও দৃষ্টি রাখতে হবে।


বাংলাদেশ দল: মামুনুর রহমান চয়ন (অধিনায়ক), কৃষ্ণ কুমার দাস (সহ-অধিনায়ক), জাহিদ হোসেন, অসীম গোপ, খোরশেদুর রহমান, মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান, মোহাম্মদ রোকনুজ্জামান, তাপস বর্মণ, ফরহাদ আহমেদ, এইচ এম কামরুজ্জামান, আব্দুল মালেক, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিসা মিমো, মাইনুল ইসলাম, হাসান জোবায়ের ও রোমান সরকার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.