আমাদের কথা খুঁজে নিন

   

নতুন অধিনায়ক



আশরাফুলকে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক করা ঠিক হলো না। তাকে ওয়ানডে দলের অধিনায়ক করাই ছিল যুক্তিযুক্ত। এখানে সে কেমন করে, সেটা দেখে পরে না হয় ভেবে দেখা যেত। কিন্তু আগেই এতবড় দায়িত্বের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া ভালো লাগছে না। আর আশরাফুল ভালো ব্যাট করেন ঠিকই কিন্তু এতবড় দায়িত্ব নিতে তিনি কতটা প্রস্তুত তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

তিনি মানসিক পরিপক্কতা পুরোপুরি অর্জন করেছেন বলে মনে হয় না। অধিনায়কত্ব ব্যাপারটা কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও। আর কাজী হাবিবুল বাশারের এখন ফর্ম না থাকতে পারে, কিন্তু তিনি একজন ভালো ক্রিকেটার ও ভালো অধিনায়ক। অনেক কিছুই তার দেওয়ার আছে এখনও। তাই টেস্ট দলে হাবিবুলকেই অধিনায়ক রাখা হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.