আমাদের কথা খুঁজে নিন

   

একটি অনাকাংখিত দিনের শুরু এবং সমাপ্তি…

যে মেঘ যাচ্ছে উড়ে সেই মেঘের ফাঁকে, পালিয়ে যাওয়া স্বপ্ন গুলি লুকিয়ে রাখা থাকে… ভালভাবেই শুরু হইছিল দিনটা… ১ম এ ভার্সিটি তে গেলাম… লাইব্রেরি তে স্টাডি করলাম… এক বন্ধু বলল আজ সে ইফতারি করাবে… ১ম এ রাজি হলাম না… পরে বন্ধু দের জন্য রাজি হলাম… গন্তব্য ধান্মন্ডি স্টার কাবাব… কিন্তু কোন এক কারনে স্টার এ ইফতারি করা হল না… রবিন্দ্রসরবরে গিয়ে খোলা আকাশের নিচে ইফতারি করব বলে সিদ্ধান্ত নিলাম… যেই কথা সেই কাজ… গিয়ে তো সেরকম দুস্টামি, আনন্দ করা হল… ইফতারির পর আবার চিন্তা করলাম স্টার কাবাব এ যাব… ৭ জন ছিলাম… আমরা ৩ জন আক রিক্সা তে র ৪ টা বন্ধু ২ জন করে ২ রিক্সা তে… ৭নং রোড দিয়ে যাচ্ছিলাম… হঠাৎ করে এক টা প্রাইভেট কার বাম পাশ থেকে পাস করসিল… আমি দেখছিলাম… মুহুর্তের মধ্যে আমার ব্যাগ তা ছিনাই নিয়ে গেল… কিছূই বলার ছিল না।। করার ও ছিল না… ১৫ সেকেন্ড এর মধ্যে কার টা উধাও হয়ে গেল… জীবনে ১ম বার এমন কোন ঘটনা আমার সাথে ঘটল… কিছু বলতেও পারিনা আর সইতেও পারিনা… ব্যাগ এ আমার বন্ধুদের ৩টা র আমার ১টা সেট এবং কিছু টাকা আর বই খাতা শীট ছিল… আমার হইত কোন আক্সিডেন্ট হতে পারত তবে আল্লাহর কাছে শোকরানা আদায় করি যে আমরা সুস্থ আসি… বন্ধুরা সেদিন অনেক সাহায্য করসে… আলামিন , রবিন, জিমি, অমি যদি না থাকতো তবে আমার আর রিতুন এর অবস্থা খুব ই খারাপ হয়ে যেত… ওদের জন্য আমরা অবশেষে বাসায় ফিরে আস্তে পারছি… বন্ধুরা তদের কথা কখনই ভুলা / কৃৃতজ্ঞতা অসিকার করা সম্ভব না… সব ভাল যার শেষ ভাল তার… কিছু দিন আগে আমার বোনের ব্যাগ এক ই ভাবে ছিনতাই করার চেষ্টা করছিল.. কিন্তু ভাগ্যক্রমে নিতে পারেনি.. ঘটনাটা সকালের.. রাত দিন যখন ই রাস্তা নিশচুপ থাকে তখন এ গাড়ি নিয়ে ছিনতাইশুরু হয়... চুরি ছিনতাই রোধে গাড়িতে জিপিএস বাধ্যতামূলক করা উচিত.. রমজানের শুরু থেকে রাজধানীতে অসংখ্য ছিনতাই হয়েছে.. নেশার টাকা এর জন্য এগুলা হচ্ছে... কিন্তু কারও কিছু করার না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.