আমাদের কথা খুঁজে নিন

   

বয়স

ধুর বয়স তোমার শৈশব ছেলে, সুন্দর এই সকাল ধূলোয় তোমার বালুর রাজ্য, ভূল শব্দ গান পকেটে তোমার ভাংতি পয়সা, মনের ইচ্ছা লজেন্স, তোমার জীবন মিষ্টি বড়, স্বপ্ন আজব দেশ। বয়স তোমার কৈশর ছেলে, ছায়া তোমার বিকাল, আকাশ তোমার ঘুড়ির রাজ্য চেনা সুর গান, পাচঁ তোমার ছেড়া টাকা, হাফ প্লেট ঝাল, তোমার জীবন টকে ভরা চিঠি নীল লাল। তোমার সাথে বালুর রাজ্য, তোমার সাথেই ঘুড়ি, তোমার সাথে চেনা সুর, তোমার সাথে চিঠি। তোমার কাছে গল্প বলা, তোমার কাছেই শুনি, তোমায় নিয়ে লেখা গানে ফিরে ফের আসি। বয়স তোমার যৌবন ছেলে, গভীর তোমার রাগ, অচেনা তোমার রাজ্য, অর্থহীন গান, দু-হাত তোমার ভীষণ খালি নোনতা বিস্কুট চা, তোমার জীবন এলোমেলো, মিথ্যা আশায় গড়া।

তোমার সাথে বালুর রাজ্য, তোমার সাথেই ঘুড়ি, তোমার সাথে চেনা সুর, তোমার সাথে চিঠি। তোমার কাছে গল্প বলা, তোমার কাছেই শুনি, তোমায় নিয়ে লেখা গানে ফিরে ফের আসি। তোমার সাথে বালুর রাজ্য, তোমার সাথেই ঘুড়ি, তোমার সাথে চেনা সুর, তোমার সাথে চিঠি। তোমার কাছে গল্প বলা, তোমার কাছেই শুনি, তোমায় নিয়ে লেখা গানে ফিরে ফের আসি। তোমায় আমি চিনি ছেলে, অনেক দিনের চেনা, তোমার সাথে শেষ রাত্রী, আর হবেনা দেখা।

সুমনের গাওয়া এই গানটি অনেক ভাল লাগে। অনেকদিন পর শুনছি, ভালই লাগছে। আমার একটা প্রশ্নের জবাব দিবেন? ২ বছর চার মাস এর প্রেম ভাঙ্গতে কত সময় লাগে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.