আমাদের কথা খুঁজে নিন

   

বয়স মেনেছে হার

ব্যান্ড দল ফিডব্যাকের লিড গিটারিস্ট লাবু রহমান। মঞ্চে পরেন জিনস ও শার্ট। পছন্দ করেন টি-শার্ট ও শার্ট পরতে। পায়ে থাকে স্নিকার। সংগ্রহ করেন নানা দেশের মুদ্রা।

আজ অধুনায় থাকছে তাঁর স্টাইল।

লাবু রহমান। ব্যান্ড দল ফিডব্যাকের লিড গিটারিস্ট। বয়স বাড়লেও মনের বয়স ধরে রেখেছেন ২৫-এ। মঞ্চে গান করার সময় তাঁর পরা চাই জিনস আর স্নিকার।

এর সঙ্গে আগে পরতেন টি-শার্ট। আজকাল অবশ্য শার্ট পরতে ভালোবাসেন।

লাবু রহমান বলেন, ‘আমি ১৯৭২ সালের দিকে যখন রংচটা ছেঁড়া জিনস পরতাম, অনেকে অবাক হয়ে তাকাত। তখন টি-শার্ট খুব বেশি পরা হতো। সময় আর বয়সের কারণে এখন পোশাকে একটু পরিবর্তন এসেছে।

টি-শার্ট এখনো পরি, তবে আগের চেয়ে কম। হাতে সব সময় একটা ঘড়ি থাকে। পায়ে সাদা কেডস পরতেই বেশি ভালোবাসি। এর বাইরে প্রতিদিন ইচ্ছেমতো ঘুমাতে ভালোবাসি। খেতে ভালোবাসি যখন যা মন চায়।

সকালের নাশতা ও রাতের খাবার পরিবারের সঙ্গে খান। অনেক সময় হয়তো কাজের চাপে এটা ভঙ্গ হয়, তবে খাবারে এই প্রাধান্যটা ধরে রাখার চেষ্টা করেন। বাসায় যখন থাকেন, তখন খাটো প্যান্ট আর পাতলা টি-শার্ট পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে কোনো বিশেষ অনুষ্ঠান থাকলে সেখানে ফিটফাট সাহেবি পোশাকই বেছে নেন। ঈদের দিন পাঞ্জাবি পরেন।


চুল এখন সাদাকালোয় মাখামাখি। তবে চুলে চিরুনির ব্যবহার একদম করেন না। শেভটা প্রতিদিন সকালেই করে নেন। এতে নাকি নিজেকে বেশ পরিপাটি মনে হয়। ১৯৮৬ সালে যুক্ত হন ফিডব্যাকের সঙ্গে।

ডেল্টা ব্লুজ গিটার বাজাচ্ছেন শুরু থেকে। এটাই বাজাতে চান বাকি সময়টাও।
এখন নিজের বাড়িতেই মিউজিক তৈরি করেন। যার ফলে প্রযুক্তির প্রতি তাঁর বিশেষ কৃতজ্ঞতার কথা জানালেন। বয়স হলে অনেকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে চান না।

তবে লাবু রহমানের বেলায় সেটা ভিন্ন। এখন যেমন ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটারেই মিউজিকের কাজ করেন। ফিডব্যাকের পাশাপাশি গুলশানে একটা গানের স্কুলে (মিউজিক প্লানেট) প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
পোশাকে হালকা নীল আর কফি রং পছন্দ হলেও অন্যান্য রংও পরা হয়। গিটারের পাশাপাশি মুদ্রাও সংগ্রহ করেন।

এ পর্যন্ত যত দেশে ঘুরেছেন, প্রতিটি দেশেরই মুদ্রা আছে তাঁর কাছে। বই পড়তে খুব ভালোবাসেন। তাই পুরো বাড়িটাই একটা গ্রন্থাগার করে ফেলেছেন। সময় পেলেই বইয়ের মধ্যে ডুব দেন। প্রতিদিন যেখানে শিখছেন নতুন কিছু।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.