আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ সরকারের উচিত সাকিবকে অভ্যর্থনা জানানো

বাংলাদেশ ক্রিকেট দলের অতিত ইতিহাস থেকে দেখা যায়, অধিনায়ক হিসেবে একমাত্র সাকিব ই সফল, যে কিনা বাংলাদেশ দলের ভিতরে আভ্যন্তরিন কোন্দল ও রাজনিতির অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয়েছেন এবং তার এই সফলতার ধারাবাহিকতা এখনো পর্যন্ত কার্যত আছে। ওনার আরো একটা বড় গুন হলো উনি খুব সহজ, সুন্দর এবং সাবলীল ভাষায় প্রাত্তন অধিনায়ক ও খেলোয়ারদের ব্যর্থতা গুলোকে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছেন। এতোদিনের খেলার অভিগ্যতা এবং পারিপার্শিক পরিস্থিতি বিচার বিশ্লেষন করে উনি একটা নতুন থিউরে প্রদান করেছেন। যেটাকে আমরা সাকিবাল থিউরি বলতে পারি, যেটা হলো - " ম্যাচ জিতলে যত শেখা যায়, হারলে তার চেয়ে বেশি শেখা যায় " সুতরাং বাংলাদেশ সরকারের উচিত সাকিবকে এই জন্যে অভ্যর্থনা জানানো এবং ভালো একটা পুরশ্কারে পুরশ্কিত করা। আমার মনে হয় আমরা সাকির এর হয়ে সরকারের কাছে এই প্রস্থাবনাটাকে উপস্থাপন করতে পারি। বি:দ্র: সাকিব এর নতুন থিউরি অনুসারে আমার একটা কথা - তাহলে তো আমরা এতদিনে অস্ট্রেলিয়া- ভারতকে পিছে ফেলে অনেক আগেই বিশ্বের ১ নম্বর হয়ে যেতাম, কারন সাধারন ভাবে হারার অগনিত অভিগ্যতা তো আমাদের আছেই এবং সাথে আছে খুব বাজে ভাবে হারারও অনেক গুলো অভিগ্যতা । theory news

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.