আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ব্লগার ,আসুন না একটা কাজ করি। আবুলকে নিয়ে ভারচুয়াল জগতে ব্যাপক একটা গনসংযোগ করি।

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা যোগাযোগ মণ্ত্রী আবুল হোসেন এর যোগাযোগ ভাল। তাই তিনি এখনো বহাল তবিয়তে আছেন। তাছাড়া তিনি নির্লজ্জ গোছের মানুষ। এটা ও একটা বাড়তি যোগ্যতা। কিন্তু জনগণ ঘুরে দাঁড়ালে কি না হয়।

এই আবুল মণ্ত্রীর অতীত ভাল না। সচেতন মহল সবাই জানেন্। ওয়ান ইলেভেন কে স্বাগত জানিয়ে সে সময় তিনি একটা পদত্যাগ পত্র ও পাঠিয়েছিলেনে শেখ হাসিনার কাছে। যেখানে তিনি বলেছিলেন দুই পরিবারের কাছে বাংলার জনগন জিম্মি। যাই হোক এখন আমরা জনগণ আবুলের হাতে জিম্মি।

এর আগে বিশ্ব ব্যাংকের টাকা এসে ফিরে গেছে। বিশ্বব্যাংক দূর্নীতির অভিযোগ করেছে। আবুল লোকটা সব সময় এর ওর ঘাড়ে দোষ চাপাচ্ছেন। অথচ গত আড়াই বছরে একটা রাস্তাও তৈরী হয়নি। ট্রেনের একটা ইন্জিন ও আসেনি।

রাস্তার কি অবস্থা হয়েছে সেটাতো প্রতিদিনই পেপারে দেখছি। এ যেন যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ। সামনে ঈদ। মানুষের ঘরে ফেরার তাড়া। না জানি কত প্রাণ হানি হবে।

আসুন না একটা কাজ করি। আবুলকে নিয়ে ভারচুয়াল জগতে ব্যাপক একটা গনসংযোগ করি। ব্লগে লিখি। স্টিকি করি। ফেইসবুকে পেইজ খুলি।

লাইক দেই । দশজনকে এস এমএস করুন। প্রত্যেক কে বলুন আরো দশ জনকে এস এম এস করতে। ইমেইল করুন। আবুল কে না বলুন।

ব্যাপক গনসংযোগ করুন,ব্যাপক। এটা কমুনিকেশনের যুগ। দেখা যাক না কি হয়। একটা ম্যাসেজ অন্তত পৌছাক। জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ তো আর দেওয়া যায়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.