আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়কর ও অজানা তথ্য :

(১) একজন ডান-হাতি ব্যক্তির আয়ু গড়পড়তায় একজন বাম-হাতি ব্যক্তির তুলনায় ৯ বছর বেশি হয়ে থাকে। (২) মানুষের হাতের আঙ্গুলের নখ পায়ের আঙ্গুলের নখের তুলনায় ৪ গুণ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। (৩) ‘Rhythm' ইংরেজি ভাষার দীর্ঘতম শব্দ, যা কোন Vowel বা স্বরবর্ণের সাহায্য ছাড়াই গঠিত। (৪) ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ‘Almost' শব্দটি ইংরেজি ভাষাতে সবচেয়ে দীর্ঘ শব্দ, যেখানে A, l, m, o, s এবং t প্রতিটি বর্ণই ক্রমানুযায়ী সজ্জিত। (৫) জিরাফ তার ২১ ইঞ্চি লম্বা জিহবা দিয়ে নিজের কান পরিষ্কার করতে পারে।

(৬) গড়পড়তায় একজন স্বাভাবিক মানুষ দিনে সাধারণত ১০ বার হাসেন। (৭) পেঁচা-ই একমাত্র পাখি, যে কিনা নীল রঙটি দেখতে পায়। (৮) একজন স্বাভাবিক মানুষের হৃৎপিন্ড দিনে ১০০,০০০ বার স্পন্দিত হয়। (৯) উটপাখির চোখ সাধারণভাবে এর মগজের তুলনায় বড় হয়ে থাকে। (১০) পুরুষদের তুলনায় মহিলাদের চোখের পাতা ফেলার গতি প্রায় দ্বিগুণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।