আমাদের কথা খুঁজে নিন

   

নামী দামী মানুষ প্রান না হারানো পর্যন্ত কি সরকারের টনক নড়ে না ??

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। বিষয়টা কি ?? দেশের পরিস্থিতির উন্নতির জন্য কি এখন নামী দামী মানুষ গুলো প্রান দিতে হবে ?? কেননা এই কয়েকদিনের পরিস্থিতিতে যা বুঝতেসি সাধারন মানুষরা কোন মানুষ না । যাদের অনেক প্রতিভা , যারা দেশের জন্য নানা কিছু করেছেন তারাই খালি মানুষ।

আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে বলতে চাচ্ছি এই যে সরকারের হঠাত করে টনক নড়ল সেটী হল কিন্তু তারেক মাসুদ এবং মিশুক মুনীর এর দূর্ঘটনার পর । অথচ এই ঘটনার পূর্ব থেকেই আমাদের রাস্তার অবস্থা ছিল বেহাল প্রতিদিনি পত্রিকা খুললেই দেখা যায় দেশের সড়ক দুর্ঘটনায় কত নিরীহ মানুষ প্রান হারাচ্ছে। অথচ এইরকম তুলকালাম কিন্তু হয় নি ? দুই জন মানুষের প্রানের মূল্য যদি এত হয় তাইলে এই যে অসংখ্য লোক যারা প্রান হারালও এতদিন তাদের মূল্য কত ??? মিডিয়ার সমস্যা কি ?? নিজেদের মানুষ মারা গেলো বলে এত কান্না কাটি । এত বিক্ষোভ কর্মসূচি, এত্ত আন্দোলন । ঠিক আছে বুঝলাম যে আপন মানুষ হারানোর জন্য আপনারা বিক্ষোভ করছেন।

এত্ত দিন কেন তারা এই কাজ করে নি ? তারা তো জানে বাংলাদেশে মিডিয়া অনেক বড় ভূমিকা পালন করে। সরকারের ভুল দেখানোর জন্য এখন তারা উঠে পড়ে লাগসে। এত্ত কই ছিল এইসব। আমরা সবাই জানি আমাদের সাধারন মানুষের কষ্ট সরকার পর্যন্ত পৌছানোর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই টেলিভিশন মিডিয়া। অথচ এখন যেভাবে মানববন্ধন করে - টক শো করে সরকারের সমালোচনা করা হচ্ছে।

চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া হচ্ছে । আপনারা যদি সারা বছর এই ধরনের সমস্যা যেমন - রাস্তাঘাট-পানি - বিদ্যুত- গ্যস - দাম বাড়া এইধরনের সমস্যা গুলো নিয়ে যদি একটু তৎপর থাকেন তাইলে হয়ত এখন যেরকম কিছু ইন্সট্যান্ট কাজ হাতে নিয়েছে তখনও কিছু কাজ হবে। মোরাল অব দ্যা স্টোরি হচ্ছে - সরকারের টনক নড়াতে কি নামি দামি মিডিয়া পার্সন এর প্রান দিতে হবে ??? [/sb আরেকটা জিনিস বুঝলাম না দুর্ঘটনায় প্রান হারালো ৫ জন । অথচ পুরো মিডিয়া ফোকাস করল খালি দুইজন কে । অপর ৩ জনের খালি নামই জানি।

নাহ ওই ৩ পরিবারের কাউকে দেখাইলো না ওদের ফোকাস করল। দেশটা খালি এইসব নামী দামী মানুষের ?? একটা অফ টপিকঃ সৈয়দ রাসেল। এই প্রতিভাবানকেও আমরা সুযোগ দিচ্ছি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.