আমাদের কথা খুঁজে নিন

   

জনগণের মার্সিডিজ

কমবেশি সবাই রিক্সায় চড়তে পছন্দ করে চড়ার পেছনে বিভিন্ন জনের বিভিন্ন কারন থাকতে পারে আমি বাক্তিগত ভাবে হাওয়া লাগিয়ে ঘোরা যায় তাই পছন্দ করি। কিন্তু আমার এই ভালোলাগা ক্রমেই হুমকির সম্মুখীন হচ্ছে বলতে পারেন কিভাবে ?তবে শুনুন, যেই হারে চালকেরা ভাড়া নিচ্ছে ২দিন পর মনে হয় আমি নিজেরে ফাঁসি দিমু কারণ আমরা যারা একটু আয়েশি তাদের যে রিক্সা ছাড়া চলেনা আমাগো যাদের বাপের গাড়ী নাই,এটাই আমাদের আয়েশের সম্বল তাই ভাড়া বাড়ার কারণে আমি শ্রেণীর (আয়েশি) যাত্রীদের ব্যাপক অসুবিধে হচ্ছে তাছাড়া ভাড়া নিয়ে ছ্যাঁচড়া রিক্সা-চালকগুলোর সাথে তর্ক করতে'ও ভয় লাগে। তাদের মাঝে আবার একাত্মতা বেশি যদি তাদের সাথে তর্ক করার উপহারস্বরূপ সবার সামনে অ্যাটাক করে !!! সেইটার লাইগা ও কিছু কইতে পারিনা মাগার বুক ফাটেতো মুখ ফাটেনা বাস,ট্যাক্সির ভাড়া বাড়লে সবাই প্রতিবাদ করে,এমনকি ভাংচুরও চলে তাছাড়া সরকারেরও ব্যাপক মাথাব্যথা আছে ব্যাপারটা নিয়ে কারণ বেশিরভাগ মানুষের যাতায়াতের ওটাই মাধ্যম তাই বলা যায় "আমি শ্রেণী" এখন বিরাট ফাঁদে আটকা পড়ছে সরকার যে কেন রিক্সা ভাড়া নির্ধারণ করে দিচ্ছেনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.