আমাদের কথা খুঁজে নিন

   

আমৃত্যু শৈশব চাই ৭



৭. ম্যাজিক আমার এক চাচাত ভাই ছিল,নাম পরাগ। বয়সে দু বছরের ছোট হলেও আমাকে এক হাটে বেঁচে আরেক হাট থেকে কেনার ক্ষমতা রাখত সে। ও যদি দুষ্টুমির উপর একটা বই লিখত,আমি নিশ্চিত সেটা বেস্টসেলার হত। সারাদিন এটাসেটা করে সে পাড়াপড়শী আত্মীয়স্বজনদের ব্যতিব্যস্ত রাখত। আমরা পরপর পাঁচঘর শরিক ছিলাম, অর্থাৎ একই বংশের অপভ্রংশ হিসেবে এক সাথে লাগানো মোট পাঁচখানা বাড়ি ছিল।

এই পাঁচবাড়িতে এমন কোন গাছ নেই যে ছিল না। সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে পাঁচবাড়ির একমাত্র বরই গাছটি ছিল আমাদের বাড়িতে। সারা বছর খবর নেই,অথচ দেখা যেত বরইয়ের সীজনে সারাদিন আণ্ডা-বাচ্চা-গেদা পোলাপান নাওয়া খাওয়া বাদ দিয়ে বরই গাছের নিচে পড়ে রয়েছে। তখন ছিল বরই পাকা মৌসুম। আমি আর আমার এক পাড়াত বন্ধু ওই গাছের নিচে বসে বরই খাচ্ছি,তখন পরাগ আসল।

মনে মনে ভাবলাম কি যে অপকর্ম করতে এসেছে কে জানে। আমি বললাম,"পরাগ,বরই খাবি?"ও বলল,"না,ভাইয়া। আমি আর এখন বরই খাই না। বরই বীচি দিয়ে ম্যাজিক দেখাই। "আমার দোস্ত বলল,"কি ম্যাজিক?দেখা তো।

" পরাগ তখন বলল,"দেখাবো তবে দুইটা শর্ত আছে। তোমাদের সব বরই আমাকে আগে দিতে হবে আর চোখ বন্ধ করতে হবে। আমরা ক্ষেপে উঠলাম,"এই ফাজিল,তুই না বরই খাওয়া বাদ দিছস?"ও তখন পণ্ডিতের মত বলল,"কেউ দিলে খাই না। ইনকাম করে খাই। " যাহোক,ম্যাজিকটা মোটামুটি এই রকম-পরাগ এক নাকের ফুটা দিয়ে বরই বিচি ঢুকিয়ে আরেক নাকের ফুটা দিয়ে ওই বিচি বের করবে।

ওর ভাবলক্ষণ দেখেই বুঝে গেলাম,আমাদের যখন ও চোখ বন্ধ করতে বলবে,তখনই ও এক নাকে বিচি ঢুকিয়ে রাখবে। পরবর্তীতে আরেকটা বিচি অন্য নাকে ঢুকিয়ে এই বিচিই বের করে দেখাবে। আমাদের ওর কেরামতি ফাঁস করলাম না,দেখাতে চায় দেখাক না। জাদুর পার্ট শেষ হল। তারপর আমরা বললাম,"তুই আগে থেকেই বিচি ঢুকিয়ে রাখছিলি।

যেটা পারস না,সেটা দেখাতে আসস ক্যান?"ভাবছিলাম পরাগ আমাদের কথার প্রতিবাদ করবে,কিন্তু খেয়াল করলাম ও প্রতিবাদ তো দুরের কথা,ও মুখ দিয়ে হা করে নিশ্বাস নেয়া শুরু করছে। একটু পরে দৌড়ে ওদের বাড়ির ভেতর ঢুকে গেল। আধা ঘণ্টা পরে হঠাৎ ওদের বাড়ি থেকে ভয়ানক কান্নাকাটির আওয়াজ। কি হল,কি হল?পরাগের নাকের ভেতর বরই বিচি আটকে গেছে। সারা বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল।

নাকের ভেতর বরই বিচি,যেই সেই কথা না। অবশেষে আমার চাচা পরাগকে হোন্ডায় চড়িয়ে শহরে নিয়ে গেলেন। ই.এন.টি. স্পেশালিষ্ট দেখিয়ে নাক থেকে বিচি অবমুক্ত করা হল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।