আমাদের কথা খুঁজে নিন

   

আমৃত্যু

চলো আবার সবুজ গড়ি
কখনো দুঃখ আকাশ ছুয়েঁ নীল সাগরের ঝর্ণা ধুয়ে আমার বুকের পাঁজড় ছিঁড়ে শক্ত লতায় জীবন ঘিরে কোথা থেকে প্রবল বেগে নেমে আসে ঝড়ো সন্ধ্যার মেঘমালা নিয়ে আহত পাখির মতো ছটফট করে কাঁদে আমার অন্তরাত্মা... হৃদয়ের কোনায় কোনায় চুঁয়ে পরে জীবনের ঘাম। এর পর কালি ঢেলে নীলের পরশে ব্যাথায় চিনচিন করে সেই সব রাত্রীগুলোর প্রায় সব... যেখানে অবনত শিরা উপশিরা কতো যে কষ্ট!! কষ্ট!! কষ্ট!! কাঁকিয়ে ওঠা বাঁকিয়ে ওঠা শেষ করতে চাওয়া সব কিছু তবু শেষ হয়না সেই সব দিন... ফোঁটায় ফোঁটায় জমে পাতায় পাতায়- কোনদিন শেষ হবেনা ভেবে অসহনীয় কিছু প্রহর সকালের অপেক্ষায় প্রতিদিন। এই বুঝি থামলো সব... সব... নাহ!! না!! না!! আমার সহ্যের ও একটা সীমা আছে... তারা ভাবে যত দিবে ততই বুঝি নেয়া যাবে। এতোদিন পরেও এই ভেবে যায়? দেখেনি কতটা দিলে এর পর বিষ্ফোঁরিত হয়? কতটা দিলে পরে--- ঠিক ততটুকুই ফেরত পেতে হয়...? তবে আমি এসেছি ভালোবাসতে তাই কোনোদিন কষ্ট দিতে পারিনা পারবোওনা... যতই আমায় শেল বিঁধে দাও... আমি ওখানেই দাড়িয়ে... ভালোবাসতে দুটি হাত বাড়িয়ে... আমৃত্যু ২৩ অক্টোবর ২০০৯
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।