আমাদের কথা খুঁজে নিন

   

কল্প গল্প এবং তা ধার করা

আমাজানের গহীন বনে এক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে,কে কত দ্রুত গাছ কাটতে পারে এর উপর।পৃথিবীর তাবৎ বনখেকোর সম্মেলন বল্লে অতুক্তি হবেনা।এমন কি ভৌগলিক ভাবে পৌছাতে ঝামেলা থাকতেও বাংলাদেশ থেকে প্রতিযোগীও ছিলো। প্রথম প্রতিযোগী সাইবেরিয়া থেকে। ওনি কুড়ালের দশ কোপে এক গাছ কেটে ফেল্লেন।সবাই অবাক সাফল্যের রহস্য কি জানতে চাইলে উনি বল্লেন,"সাইবেরিয়ার চিরহরিৎ বনে গাছ কাটতে কাটতে এই আমার এ দক্ষতা এসেছে" ২য় জন এসেছে নরওয়ে থেকে উনি ৫কোপে এক গাছ ফেলে দিলেন বিচারক জানতে চাইলেন যে, কিভাবে ৬ ফিট বের এর এক গাছ ফেলে দিলেন? উত্তরে নরওয়েজিয়ান জানালেন,"নরওয়ের পাইন ফার ওক কর্ক এসকল গাছ কেটে এগাছ আমার কাছে মামুলী" এভাবে বাংলাদেশীর পালা এবং উনি তা করলেন ৩ কোপে। সাফল্যের রহস্য জানতে চাইলে জানালেন,"ভাওয়াল মধুপুর গড়ের শাল গজারী কেটে এগাছ কাটতে আমার সমস্যাই মনে হয়নি" সবার শেষে একজন প্রতিযোগী এসেই এক কোপে বিশাল এক গাছ ফেলে দিলেন বিচারক জানতে চাইলেন,"ভাই আপনি কোন দেশের?" "জ্বি,আমি কোন দেশের না আমি এসেছি সাহারা মরূভূমি থেকে" "সে,কি ওখানে তো কোন গাছই নাই!" গম্ভীর মুখে উনি জানালেন,"না এখন নাই"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।