আমাদের কথা খুঁজে নিন

   

কল্প রং

আশায় আছি একদিন সবাই সত্যকেই, শুধু সত্যকেই বিশ্বাস করবে

চল যাই জলসা ঘরে দুজনে স্নান করে বাধি মোরা একি ডোরে এযেন একি সুরে ভালাবাসা......... আলো আশা......... আরও যেন কত দোরে এ মন যাই ফিরে। তোমাকে ই আমি সাধি বল এক গল্প বলো জীবনের গল্প বলো যেথা আছে সা-মা-পা-ধা আর আছে আমি তুমি আরো আছে ছোট্ট মুনি যায় বয়ে ক্ষনে ক্ষনে স্রোত ধারা দিদার ধ্বনি। বল এক গল্প বল আলো ছায়া মিশে আছে আর আছে তোপধ্বনি জেগে জেগে রবে সেনা করিনা ভয় করিনা পাবে না কেউ পাবে না শত্রুর দেখা মেলা না জেগে আছে খোকন সোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।