আমাদের কথা খুঁজে নিন

   

বেক্সিমকো ১ কোটি ৬৪ লাখ শেয়ার ছাড়বে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড এক কোটি ৬৪ লাখ ৯০ হাজার ৪৬৩টি শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৬ কোটি ৪৯ লাখ চার হাজার ৬৩০ টাকা সংগ্রহ করবে। আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর এই টাকা দিয়ে প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, বেক্সিমকো ফ্যাশন লিমিটেড, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন লিমিটেড ও ফ্রেসটেক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং বিইএল টাওয়ারসহ বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জমি ও ভবন অধিগ্রহণ করবে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিষয়টি অনুমোদন করেছে। তবে বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনের পর সিদ্ধান্তটি কার্যকর হবে। এ ছাড়া পরিচালনা পর্ষদ বেক্সিমকোর অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির ইজিএম আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, কাশিমপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২৫ আগস্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।