আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্রের চোখ

Stars Robert Frost নক্ষত্রের চোখ How countlessly they congregate O'er our tumultuous snow, Which flows in shapes as tall as trees When wintry winds do blow! এই হিম ধরা রাতে তুমুল হিমেল হাওয়ায় ঝরে পড়া তুষারকণাগুলো আকার নিয়েছে সুদীর্ঘ বৃক্ষের। আর উপরে, অগুনতি নক্ষত্র ঢেকে দিয়েছে আকাশটাকে। As if with keeness for our fate, Our faltering few steps on To white rest, and a place of rest Invisible at dawn,-- যেন ঐ নক্ষত্রগুলোই আমাদের ভাগ্য-পদক্ষেপের মনোযোগী নিয়ন্তা। তবে ভোরের আলো ফুটলেই হয়ে যাবে অদৃশ্য কোথাও। যেমন রোদ উঠলেই হারিয়ে যায়, বরফের গায়ে লেগে থাকা ইতস্তত পায়ের ছাপগুলো। And yet with neither love nor hate, Those stars like some snow-white Minerva's snow-white marble eyes Without the gift of sight. শুভ্র তুষারকণার মত নক্ষত্রবিন্দুগুলো যেন দেবী মিনার্ভার শ্বেত পাথরের দৃষ্টিবিহীন, নির্বিকার, এক একটি জড় চোখ। সে চোখে না আছে কারো জন্য কোন মায়া, না আছে অবজ্ঞা। ৬ জুলাই, ২০১১ *পাদটীকাঃ রোমান পুরাণে জ্ঞান ও চারুশিল্পের দেবী হিসেবে মিনার্ভা পূজিত হতেন। গ্রিক পুরাণের দেবী অ্যাথিনার সমতূল্য দেবী মিনার্ভা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।