আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারের মতোই সোস্যাল নেটওয়ার্ক 'হ্যাল্লো' আসছে শীঘ্রই

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার সম্প্রতি ফটোশেয়ারিং সাইট টুইটপিক কিনে নিয়েছে এদিকে, টুইটপিক বিক্রি করে দিয়ে হাত গুটিয়ে বসে ছিলেন না সাইটটির প্রতিষ্ঠাতা নোয়া ইভারেট টুইটারে ‘টুইটপিক’ চালু হওয়ার একদিন পরেই নোয়া হুবহু টুইটারের মতো আরেকটি সাইট চালু করেছেন সংবাদমাধ্যমটি জানিয়েছে, নোয়া’র চালু করা নতুন সাইটটির নাম ‘হ্যাল্লো’ এটি হুবহু টুইটারের ক্লোন কারণ টুইটারের সব ফিচারই হ্যাল্লোতে রয়েছে জানা গেছে, টুইটারে যেটিকে টুইট বলা হচ্ছে হ্যাল্লোতে সেটির নাম হবে ‘পিং’ রিটুইটের নাম হবে ‘ইকো’ টুইটারের ‘ফলো’ অপশনটি হ্যাল্লোতে হবে ‘লিসেন’ সংবাদমাধ্যমটি জানিয়েছে, হ্যাল্লো’র সঙ্গে টুইটারের পার্থক্য থাকছে আপডেটের ক্ষেত্রে। নতুন সাইটটিতে রিয়েল টাইমেই আপডেট পাওয়া যাবে। এর সঙ্গে টুইটার এবং ফেসবুকও যুক্ত থাকছে। ফলে হ্যাল্লোতে ‘পিং’ করা হলে তা সঙ্গে সঙ্গেই টুইটার এবং ফেসবুকে চলে যাবে। ফলে রিয়েল টাইমেই সবার আপডেট পাওয়া যাবে। নোয়া ইভারেট জানিয়েছেন, হ্যাল্লোতে ভিডিও চেক, এসএমএস, মোবাইল অ্যাপ্লিকেশনসহ ‘চ্যানেলস’ নামে একটি নতুন ফিচার যোগ হবে। হ্যাল্লো সাইটটি চালু প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, টুইটারের ২০ কোটি ব্যবহারকারী রয়েছে। তাই নতুন সাইট হিসেবে টুইটারের সমকক্ষ হতে হ্যাল্লোকে অনেকটা পথই পাড়ি দিতে হবে। সূত্রঃ বিডিনিউজ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.