আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারের নয়শ’ পেটেন্ট ক্রয়

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালের ডিসেম্বরে আইবিএম এবং টুইটারের মধ্যে এ চুক্তিটি সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার আইবিএম টুইটারের সঙ্গে তারা যে চুক্তিটি করেছে তা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানিয়েছে।
২০১৩ সালের নভেম্বরে আইবিএম অভিযোগ করে টুইটার তাদের বিজ্ঞাপন সংক্রান্ত তিনটি পেটেন্ট লংঘন করেছে। এর পরপরই ডিসেম্বর মাসেই প্রতিষ্ঠান দুটি চুক্তিতে আসে এবং টুইটার আইবিএম-এর ৯০০টি পেটেন্ট কিনে নেয় এমনটাই প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট।
টুইটারের এ ধরণের পেটেন্ট ক্রয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও বেশ কিছু আইনি জটিলতা এড়াতে পারবে।
২০১৩ সালে মাইক্রোব্লগিং সাইটটি জানতে পারে তারা বেশ কিছু পেটেন্ট লংঘন করেছে এবং এ নিয়ে তাদের আইনি ঝামেলারও সম্মুখীন হতে হয়। এ পেটেন্ট কেনার মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমানেও সেসব আইনি জটিলতার মোকাবেলা করতে পারবে এমটাই আশা করা হচ্ছে।
তবে দুই প্রতিষ্ঠানের চুক্তিটিতে কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়টি তারা প্রকাশ করেনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.