আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারের ছবিতে ক্ষতিপূরণ ১২ লাখ ডলার

দুটি মিডিয়া প্রতিষ্ঠানকে ফ্রিল্যান্সার সাংবাদিকের তোলা ছবি বিনা অনুমতিতে ব্যবহারের জন্য ১২ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে। আর এ মিডিয়া প্রতিষ্ঠান দুটি ফটোসাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করেছিল।

২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে তোলা দুটি ছবি নিজস্ব টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন ফটোসাংবাদিক ড্যানিয়েল মোরেল বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা এএফপি এবং গেটি ইমেজেস ওই ফটোসাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিগুলো সংগ্রহ করে ব্যবহার করেছিল। এরপর ছবিগুলো ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে।

এর পরিপ্রেক্ষিতে আইনের সহায়তা নিয়েছিলেন মোরেল। এজন্য ২০১০ সালে মোরেলের বিরুদ্ধে পাল্টা মামলা করে এএফপি। তাদের ভাষ্য ছিল তারা স্বত্বাধিকার আইন ভঙ্গ করেননি।

এএফপি দাবি করেছিল টুইটারের টার্মস অফ সার্ভিস অনুসারে ছবি দুটো ব্যবহারের অনুমতি রয়েছে তাদের। কিন্তু মামলার বিচারক অ্যালিসন নাথান জানুয়ারিতে নিশ্চিত করেন টুইটারের টার্মস অফ সার্ভিস অনুসারে ছবিগুলোকে রিটুইট করার অনুমতি রয়েছে, কিন্তু অনুমতি নেই বাণিজ্যিকভাবে ব্যবহারের।

জানুয়ারিতেই মোরেলের পক্ষে রায় দেন ওই বিচারক।

উল্লেখ্য,স্বত্বাধিকার আইনের অধীনে ১২ লাখ ডলারই সর্বোচ্চ জরিমানা বলে জানিয়েছেন মোরেলের আইনজীবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.