আমাদের কথা খুঁজে নিন

   

রুবেলের হঠাৎ জেগে উঠা

আজকে খেলা দেখতে বসছিলাম তামিমরা টেষ্টে হারের প্রতিশোধ কিভাবে নেই তা দেখার জন্য কিন্তু আমার আশার মধ্যে একমুঠো হারারে মাঠের বালি ঢেলে দিল সাকিব বাহিনী । তবু ও বসে রইলাম শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য। যখন আমি জুমার নামায পড়ে এসে বসলাম খেলা দেখার তখন স্কোর ছিল বলার মত নই। তারপর কারেন্ট নাই । আবার যখন কারেন্ট আসল স্কোর হল ৪৩/৫।

আমি নিশ্চিত হলাম আজ বিডি হারছে। আবারো আসা জাগল সাকিব মুশফিকের ১০০ রানের পাটনারশিপ দেখে। ১৪৭ রানে সাকিব আউট হবার পর আশা করেছিলাম ২০০ পার হবার কিন্তু না, সেই আশার মধ্যে ও বালি পড়ল মুশফিকের আয়েশি সট দেখে । বিডি কোনো মতে গিয়ে ১৮৪ তে দাড়াল। মনে মনে বল্লাম খারাপ না, বিডিতো ১৭৩ করে ও জিতেছে নিউ জিল্যান্ড থেকে।

২য় ইনিংস শুরুর পর জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা রিতিমত স্টিম রোলার চালানো শুরু করেছে বিডি বোলার দের উপর। কিন্তু হটাৎ জ্বলে উঠলো রুবেলের বল। যে বোলার ১ম ওবারে ৭ রান দেয় সে বোলার আর ৯ ওবারে ২০ রানে তুলে নেয় ৪টি উইকেট। সত্যি হটাৎ জ্বলে উঠা বলে যে কথাটি সে কথাটি ই। দেখলাম তার এক এক বল কাপিয়ে দিচ্ছে প্রতিপক্ষের বক্ষ।

বিডি হেরে গেছে এই ম্যাচ। একটা টিমের খারাপ সময় যেতেই পারে। কিন্তু রুবেল রেখে গেছে এক আতংক। আশা করি বিডি খারাপ সময় কাটিয়ে ফিরে আসবে ২য় ম্যাচেই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.