আমাদের কথা খুঁজে নিন

   

আমি শান্ত

www.mkmasud.wordpress.com আমি শান্ত চৈত্রের খরতপ্ত রোদের জ্বালাময়ী তীব্রতায় প্রাণ আমার ওষ্ঠাগত, নিশ্চল নিথর দেহে শীতলতার পরশ নেই তবু আমি শান্ত। আমি শান্ত- গৃহপালিত শকুনের দল- চেটেপুটে খায় আমার ভাইয়ের তরতাজা দেহের রাঙগা খুন। নির্বাক আমি। কর্ণকুহরে প্রবেশ করে কালো হায়েনার ঘৃন্য সাফল্যের নব্য হুংকারের ধ্বনি-প্রতিধ্বনি। বুকে বিঁধে তীর তবু শান্ত আমি।

আমি শান্ত- আমার রক্তদিয়ে কেনা ঘরে নিশ্চিন্ত নিদ্রারত কয়টি দশক। হঠাত্ একদিন, অসংখ্য ইঁদুরের দল নি:শব্দে কেটে দেয় খুটি তামাবিল, নলজুড়ি, লিংকহাট- পড়শির ওঠোনে। খাটের উপর-টেবিলের নিচে আনমনে লেজনাড়ে বসে পা-চাটা বিড়ালের দল। নিথর আমি আমি শান্ত। আমি শান্ত উত্তাল রাজপথে নতুনের ডাক অশান্ত প্রান্তরে- দেখি বেনীআসহকলা।

গ্রাফাইটের পিচ্ছিলতায় আমি, আমি শান্ত! আমি শান্ত বাক্যবাণে জর্জ্বরিত দেড়শ কোটি বর্তমান আলোকযাত্রীর কান্ডারী বিনিদ্র রাত কাটে হতাশার ইত:স্তত পদচারনায়। নরপিচাশ-চাড়ালের কপট-কর্কশ মুখে ফের শুনি ঘুমপাড়ানীর গান। আবার আমি শান্ত! আর কত চাপ, আর কত তাপ- কয়লার কালিমা থেকে রূপান্তর করবে আমায় হীরকের উজ্জ্বলতায়? জানিনা কিছুই আমি শান্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।