আমাদের কথা খুঁজে নিন

   

মোমের যাদুঘর (সিদ্ধাগিরি গ্রামজীবন ওআ্যাক্স মিউজিয়াম)

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/ ১। আজ আমরা দেখবো “সিদ্ধাগিরি গ্রামজীবন ওআ্যাক্স মিউজিয়াম” (Siddhagiri Gramjivan Wax Museum)। সারা ভারতবর্ষের মধ্যে এই বিশেষ যাদুঘরটির আলাদা রকম একটি বৈশিষ্ট্য রয়েছে। এমনই এক বৈশিষ্ট যার দরুন এই যাদুঘরটিকে অন্য সব যাদুঘর থেকে আলাদা করে রেখেছে।

Siddhagiri Gramjivan Wax Museum এর বাংলা করলে দাঁড়ায় “সিদ্ধাগিরি গ্রামীন জীবন মোম যাদুঘর”। হে এটি একটি মোমের তৈরি পুতুলের যাদুঘর। শুধু যে মোমের তৈরি পুতুলের যাদুঘর বলেই এর খ্যাতি তা নয়, বরং মোমের তৈরি পুতুল গুলিদিয়ে গ্রামীন জীবনকে হাইলাইট করার জন্যই এই যাদুঘরটি অন্যন্য অসাধারণ হয়ে আছে। সারা পৃথিবীতেই এর জুড়ি মেলা ভার। ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর এর কাছেই Kaneri গ্রামে রয়েছে আমাদের আলোচ্য এই যাদুঘরটি।

এখানে ১২টি প্রধান পেশা ভিত্তিক জাতি ও জীবিকা ভিত্তিক পরিবারের গ্রামীন জীবন যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে মোমের পুতুল দিয়ে। তা ছাড়া আরো ১৮টি এমন সম্প্রদায়ের উপস্থাপনা রয়েছে যারা গ্রামেবাসী প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেন। যাদুঘরটির বৃস্তিতি ৭ একর যায়গা জুড়ে। এই ৭ একর যায়গা জুড়ে ৩০০টিরও বেশি মূর্তীর সাহায্যে প্রায় ৮০টি আলাদা আলাদা দৃশ্যপট তৈরি করে গ্রাম জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি এই যাদুঘর দেখানো হয়েছে। ২।

৩। ৪। ৫। ৬। ৭।

৮। ৯। ১০। ১১। ১২।

১৩। ১৪। ১৫। ১৬। ১৭।

১৮। ১৯। ২১। ২২। ২৩।

২৪। ২৫। ২৬। ২৭। ২৮।

২৯। ৩০। ৩১। ৩২। সূত্র সমূহ : Click This Link Click This Link Click This Link এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.