আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানহোলে তো ম্যান পড়ে

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত। রাস্তা খোঁড়ে সেবক যারা রাস্তা কাটে ওয়াসা সড়কগুলোর বাপ-মা কারা ব্যাপারটা ভাই ধোঁয়াশা। কাটাকাটি খোঁড়াখুঁড়ি ইট-পাথরের জোড়াজুড়ি- কী সড়কের চেহারা; পথের মাঝে গর্ত-খাল নগরবাসী হয় নাকাল তাইনা দেখে হেসেই মরে গাঁওয়ের মফিজ, বেহারা! কী সড়কের চেহারা।। ম্যানহোলে তো ম্যান পড়ে রিক্সা, মানুষ, ভ্যান পড়ে--- ভাঙ্গাচোরা রাজপথে রিক্সা পড়ে কোন্ ক্ষতে; লিক হবেনা, আস্থা নেই-- ঢাকায় ভালো রাস্তা নেই? পেটভরা তার মাস্তানেই!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।