আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানহোলে মে

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আজ মে দিবস। প্রিথিবীব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। শ্রমিকদের শ্রম আর ঘামকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ সারা বিশ্ব ছুটি পালন করছে। অর্থাৎ শ্রমিকদের(উচু নিচু সব শ্রেণীর,একেবারে,মাটিকাটা থেকে শুরু করে বিল গেট্স পর্যন্ত সবাই) আজ ছুটি। প্রেখ্খাপট বাংলাদেশ।

আমরা জানি প্রিথিবীতে যা কিছু ইতিবাচক ঘটে,আমাদের দেশ ঠিক তার উলটো দিকে চলে। ঢাকা শহর আজ বেশ ফাকা। রাস্তায় ২/১টা বাস চলছে। অন্যান্য যানবাহন ও বেশ কম। বলা যায় ঈদের আমেজ।

কিন্তু ধানমন্ডি এলাকা জুড়ে চলছে ম্যানহোল পরিচ্ছন্নতা অভিজান। রাস্তার উপর ছোট খাট ব্যারিকেড দিয়ে ম্যানহোল থেকে তোলা হচ্ছে পচা দূর্গন্ধময় মাটি,আবর্জনা আর নোংরা পানি। পথিকদের বিব্রতকর অবস্থার কথা না হয় বাদ ই দিলাম কতৃপক্ষ কী এটাও ভেবে দেখল না,আজ মে দিবস,আজ সব শ্রমিকের ছুটি পালনের সমান অধিকার আছে,যেমন আছে কতৃপক্ষের প্রতিটি কর্মকর্তার। কেন তারা এমন অমানবিক আবেগহীন উদ্যোগ নেয়?কেন?!কে দেবে এই প্রশ্নের জবাব?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।