আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকার মন জয়ের কত না চেষ্টা

অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে পারেনা। (কারলাইন) প্রেমিকার মন জয়ের কত না চেষ্টা! তাঁর মান ভাঙানোর জন্য কত সাধনা! এতে কেউ সফল হন, কেউ হন না। তবে চীনা এক যুবক অভিনব পদ্ধতি অবলম্বন করে তাঁর প্রেমিকার মন জয়ের যুদ্ধে শেষ পর্যন্ত সফল হয়েছেন। ৪৮ জন বন্ধুকে নিয়ে গাজরের নকশায় তৈরি পোশাক পরে প্রেমিকার মন গলিয়েছেন তিনি। প্রেমাস্পদকে আকৃষ্ট করার ব্যতিক্রমধর্মী এই ঘটনাটি ঘটেছে চীনের শানদং প্রদেশের কুইংডাও শহরে।

সফল প্রেমিক পাং কুন এখন রীতিমতো আলোচিত চরিত্র। কুন তাঁর ৪৮ জন বন্ধুকে নিয়ে গাজরের মতো পোশাক পরে কুইংদাওয়ের একটি শপিং মলে নেচেছেন। এ সময় মাইক্রোফোনে তিনি তাঁর বান্ধবীর উদ্দেশে বলেন, ‘ছয় মাস আগে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। প্রথম দিনে তোমার সেই লজ্জার কথা আমার এখনো মনে পড়ে। এরপর সিনেমা হলে প্রথম যখন তোমার হাত স্পর্শ করি, সেই মুহূর্তের উত্তেজনা আমি এখনো অনুভব করি।

’ কুনের এই কণ্ঠস্বর শুনে থমকে যান তাঁর বান্ধবী ঝাও জিনউ। কুনের কণ্ঠস্বর চিনতে পারলেও তিনি তাঁকে দেখতে না পেয়ে কিছুটা চমকে যান। পরে তিনি কুনের মুঠোফোনে কল করেন। এ সময় হঠাৎ বিশালকায় একটি গাজর হেঁটে এসে তাঁর সামনে হাজির হয়। পরে কুন তাঁর গাজরের পোশাক খুলে ফেলেন এবং হাঁটু গেড়ে ঝাওকে বিয়ের প্রস্তাব দেন।

এ সময় পাশের লোকজন ঝাওয়ের উদ্দেশে ‘তাঁকে (কুন) বিয়ে করো, তাঁকে বিয়ে করো’ বলে শোর তোলেন। একপর্যায়ে ঝাও এ বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান এবং দুজনে চুমু খেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি উদ্যাপন করেন। কুনের একজন বন্ধু ইউয়ান মি জানান, কুন তাঁর বন্ধুদের নিয়ে তিন সপ্তাহ ধরে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেন। পোশাকের ক্ষেত্রে তিনি গাজর পছন্দ করেছেন। কেননা, কমলা হচ্ছে তাঁর প্রেমিকার প্রিয় রং।

ইউয়ান বলেন, ‘এতে কুনের প্রায় ১০ হাজার পাউন্ড খরচ হয়েছে। পোশাক, যন্ত্রপাতি ও বন্ধুদের সংগ্রহ বাবদ তাঁর এই খরচ। কাজটি করতে টানা দুই দিন মহড়া দিতে হয়েছে। ’ অরেঞ্জ অনলাইন। সংগ্রহ#প্রথম আলো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।