আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকার পিজ্জাপ্রেম

,,,কুয়াশার আড়ালে লুকানো ঘটনা কুয়াশার চাদরে জড়ানো সকালের মোহনীয় রূপের মত নিস্পাপ, নিস্কলঙ্ক, নির্মোহ নয়,,,

ছিলাম তখন সুবোধ বালক, সবার থেকে শান্ত কলেজজুড়ে সুনাম ছিল, লেখাপড়ায় মগ্ন আমার নোটে কেও করত পাশ, কেউবা লেটার মার্ক, রেজাল্ট দেবার আগেই বলত, ‘আরে তুমিতো সব বিষয়েই প্লাস। ’ ইন্টার দিয়ে ঢাকায় আসি স্পেশাল ক্লাস করতে ছুটে বেড়াই তিন কোচিংয়ে-ঝিকাতলা, সাইন্সল্যাব আর আজিমপুরে। সেখানে তোমায় হঠাত দেখি নীল সালোয়ার-ওড়নায় শার্প মেমোরিতে সাথে সাথেই তোমার ছবি লোড হয়। বালক আমার যৌবনাবেগ সেদিন প্রথম উথলায়। ।

এরপর থেকে তোমায় আমি দেখেছি যখন যেথায়, এলোমেলো আমি হাজির হয়েছি তুচ্ছ যে কোন উছিলায়। আমার কাছে তুমিই ছিলে, এখনো আছ-‘দমবন্ধ এক সৌন্দর্য’ সৃষ্টিকর্তা যাকে গড়েছে নিপুণ হাতে- ঢেলে সব ঐশর্য বদলাতে থাকা জীবনে আসে নতুন কারুকার্য বদলে যাওয়া আমায় দেখে বন্ধু-মহল স্তব্ধ। । কথা বলার সেইতো শুরু সকাল-বিকাল-রাতে, মাথার সিথি স্পাইক হয়ে উপরে যায় উঠে রিকশায় চড়ে ঘুরে বেড়াই, যাই পিজ্জাহাটে তোমায় টাইম দিতে গিয়ে আমার পড়া লাটে ওঠে। কোন রকমে ভর্তি হই প্রাইভেট ভার্সিটিতে সপ্ন ভাংগার নীল বেদনায় মা’যে আজো বুক ভাসিয়ে কাঁদে।

। ভেবেছিলাম আমার জীবন বুঝি এভাবেই যাবে কেটে সুখে-দুখে রইবে আমার, থাকবে আমার পাশে। হায় সেলুকাস! বছর বাদেই মেয়েটা হটাত বলে- তার নাকি বিয়ে করার বয়স হয়ে গেছে। বাবা-মা পাত্র খোঁজে, পাত্র খোঁজে খালা এলোমেলো মনে প্রশ্ন জাগে-এটা কি তার খেলা! হঠাত করেই খবর আসে বিয়ে হয়ে গেছে ঠিক ছেলের বাবা বড় ব্যবসায়ী, ছেলে নাকি ৬ ফিট। পাগল আমি ছুটে গিয়ে বলি-‘তুমি কি এতে রাজি?’ দায়সারাভাবে জবাব আসে-‘আমি কি করতে পারি?’ তবে বলেছিলে কেনো জড়ায়ে ধরে-‘আমি’যে শুধুই তোমার’ তবে কি এটা শুধুই বাহানা- দামি দামি গিফট পাবার।

বন্ধুমহল জানতে পেয়ে আহা-উহু করে মিতুল এসে দু:খ করে, পাশে বসে বলে- ‘মেয়েরা এমনি বুঝলি দোস্তো, প্রেম করে আর ছাড়ে বিয়ের আগে পিজ্জার লোভে ছেলেদের সাথে ঘোরে। ’ মনে মনে ভাবতে থাকি আসলেই কি তাই! কে.এফ.সি. আর পিজ্জার লোভে কেনো এমন করিস ভাই? একটি ছেলের প্রেমের মূল্য কি তোদের কাছে নাই?? কতকাল আর এমনি করে খেয়ে যাবি এই ছাই???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।