আমাদের কথা খুঁজে নিন

   

আসিফ মামুনের কবিতা "এই বৃষ্টি ভেজা রাতে তোমাকে নিয়ে "

আসিফ মামুন এই বৃষ্টি ভেজা রাতে তোমাকে নিয়ে আসিফ মামুন বৃষ্টি ঝরছিল, জ্যোৎস্নাস্নাত রূপোলি রাতে চক্রান্তিক গতির পৃথিবীতে এসেছিল একটি নিরবতার মৌসুম ক্যাসকেইড শাড়ীর ভাজে ভাজে বৃষ্টিরা জমে স্পর্শকাতর করেছিল তোমাকে আমি ভাবনার সজাগ নেত্র দিয়ে দেখেছিলাম। হয়তো জানালায়, বৃষ্টির ফোটা ভিজিয়েছিল হৃদয়ের পল্লবে লেখা আমাদের প্রেমপত্রগুলো_ আজকে আকাশে তারা জমে নি জোনাই জ্বলে নি শুধুই বৃষ্টি... বেলাভূমিতে নিমগ্ন সন্ধ্যা অহর্নিশ দেখেছিল ভালোবাসার ধোয়াশা প্রতিমা। তুমি এনে দিতে পারো পৃথিবীর মেকি ভালোবাসায় অকৃত্রিম স্বপ্ন, ঝরনার নির্মল জলে ধুয়ে দিতে পারো হৃদয়ের শোকার্ত গালিচা, ধ্রুবতারা হয়ে চিরদিন জ্বলতে পারো আমার নীলাভ্র আকাশে, সোনাঝরা বিকেলে আমার সচিত্র চোখে দেখতে পারো ভালোবাসার অন্তস্থ প্রতিচ্ছবি। তাহলে কেন এতো হাহাকার বিরহ-বিচ্ছেদের মায়াজাল তোমার হৃদয়ের স্বর্ণলতায় জড়াতে পারো না আমাকে? জীবনের স্তুপ অভিশাপগুলো ধুয়ে দিতে পারো না পূর্ণিমার ভরা জলে? প্রকৃতির মুক্তাঙ্গনে এসো_ এই বৃষ্টি ভেজা রাতে তোমাকে নিয়ে গড়ে তুলি একটি ভালোবাসার পরিবার। ০৩/০৮/২০১১খ্রি.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.