আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ নামের অমানুষ আমি----

আমি মানুষ ! আমি মানুষ নামের অমানুষ। আমি হায়েনা বলবনা নিজেকে,কারন ওরাও নিজের গোত্র চিনে- একসাথে চলে,এক সাথে খায়, একসাথে থাকে- নিজেকে নিজের খাদ্য করে না। কিন্তু আমি মানুষ,মানুষকে মানুষ মনে করিনা- মনে করি না আমার মত দেখতে মানুষের কষ্ট আছে, স্বপ্ন আছে,ক্ষুধা আছে, আছে কাম,ক্রোধ,হিংসা আর লোভের মত রিপুর কম বেশি বোধ। তবুও আমি মানুষ! আমি মানুষ, আমি গুলি করি লিমনের পায়ে, জনতার হাতে মানুষ মিলনকে তুলে দেই আমি জিঘাংসায়, লাঠি বৈঠায় মারি মানুষকে পল্টনে, আমি মানুষ কখনও বাংলা ভাই, কখনও রসু খা, কখওবা আত্মঘাতি হয়ে স্বপ্ন ভেঙ্গে চুরমার করি আমারি মত হাজারো মানুষের। আমি মানুষ নিজেকে দাবী করিনা-অমানুষ জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কিছু আজব প্রাণী মানুষ। কত অসহায় মানুষ টুইন টাওয়ারে, কত মানুষ জলন্ত আগ্নেয়গিরিতে ইরাক-আফগানিস্তান-কাশ্মিরে, পৃথিবীর আনাচে কানাচে। তবুও আমি কিভাবে নিজেকে মানুষ দাবী করি! কিভাবে আমি মানুষ বিস্ময় সৃষ্টি বিলাস স্রষ্টার! এত কিছুর পরেও আমি মানুষ খুজি কেবলই মানুষ, মানুষের ভীড়ে, হাজার মানুষের লোকান্তরে। আমি মানুষ এটাই সত্য- আর সত্য হলে আমি মানুষ হতে চাই- নিখাদ একজন রক্ত মাংসে গড়া অনুভুতিপ্রবণ মানুষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.