আমাদের কথা খুঁজে নিন

   

সৈনিক হলেন অভিনেতা সজল

ঈদের নাটক ০০৭ এ একজন সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন সজল। নাটকটিতে হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে জীবনচক্রের ব্যাপারটিই তুলে ধরা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। নাটকের গল্পে দেখা যাবে, সুমাইয়া শিমু সদ্য বিদেশ থেকে দেশে এসেছে। বাবা-মাকে বলেছে, দেশে যদি তাকে কোনো প্রকার মশা-মাছি কামড়ায় তবে সে আবার বিদেশে চলে যাবে।

এ রকম একটি পরিস্থিতিতে মশা-মাছি মারার দায়িত্ব দেওয়া হয় একটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানকে। ফোর্সের দলপ্রধান ডা. এজাজ ও তাঁর অধীন সৈনিক সজল। শিমুর বাড়ির সব মশা-মাছি মারার দায়িত্ব পড়ে তাদের ওপর। এ রকম একটি বিষয়কে কেন্দ্র করে নাটকের গল্প এগোতে থাকে। ফেরদৌস হাসান বলেন, ‘আমরা এখন প্রায় নানা কীটপতঙ্গকে নানাভাবে মেরে ফেলছি।

এতে জীবনচক্রের ওপর একটা খারাপ প্রভাবও পড়ছে। ০০৭ একটি কৌতুকধর্মী নাটক। এখানে কীটপতঙ্গের মরে যাওয়ার কারণে জীবনচক্রের ক্ষতিকর ব্যাপারটা রূপক অর্থে দেখানো হয়েছে। আশা করি, নাটকটি পরিবারের সবাই মিলে উপভোগ করবে। ’ ০০৭ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন, আবুল হায়াত্, ডলি জহুর, সুমাইয়া শিমু, ডা. এজাজ প্রমুখ।

সূত্রঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।