আমাদের কথা খুঁজে নিন

   

টটেনহ্যামের দাঙ্গা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়

পোস্টের ভিতর প্রবেশ করতে না চাইলে এই লিংকে ক্লিক করুন। লন্ডনের দাঙ্গা থামছে না। আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েই চলছে। দাঙ্গা কারীদের নিবৃত্ত করতে লন্ডন পুলিশ পুরোপুরি ব্যর্থ।

ছুটি সংক্ষিপ্ত করে প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন ইটালি থেকে দেশে ফিরেছেন। দাঙ্গা কারীদের বেশির ভাগ বেকার যুব সম্প্রদায়। এরা লন্ডনের অনুন্নত জায়গায় থাকে। লন্ডনের মুল সম্প্রদায় হতে এরা অনেকটা বিচ্ছিন্ন। সরকারের কোনো সুযোগ সুবিধা এরা পায় না বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার।

দাঙ্গাকারী যুবকরা মুঠোফোনের মাধ্যমে সকলকে একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত করে দাঙা করার লক্ষ্যস্থল ঠিক করছে । লুটপাট কারীরা নিজেদের কে গরীব ও অর্থনৈতিক সংকটে আছে বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করলেও লন্ডনের পুলিশ ও রাজনীতিবিদরা এদেরকে অপরাধী বলে উল্লেখ করছে। টটেনহ্যাম ছাড়িয়ে দাঙ্গা , লুটপাট ও অগ্নিসংযোগ এখন বার্মিংহাম, ব্রিস্টল ও লিভারপুলে এসে গেছে। সোমবার রাতে এসব এলাকার দোকান পাট ও ভবন গুলিতে লুটপাটের ও অগ্নিসংযোগের দৃশ্য চোখে পড়ে। মদের দোকান,জুয়েলারি দোকান, মুঠোফোন ও কম্পিউটার সামগ্রীর দোকান গুলো ছিলো লুটপাট-কারিদের সবচেয়ে প্রিয় লক্ষ্যবস্তু।

মাথায় করে ৩২ ইঞ্চি প্লাজমা টিভি নিয়ে যেতে দেখা গেছে অনেককে। অল্প বয়সী টিনএজ তরুণরা হাসতে হাসতে দোকান থেকে বিনোদন সামগ্রী নিয়ে গেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। লুটপাট যে শুধু কালো রা করছে তা নয় । কোনো কোনো এলাকায় লুটপাটে অংশ নিচ্ছে বিভিন্ন বর্ণের লোক।

পূর্ব লন্ডনের হাকনি এলাকার বেসবল ক্যাপ পড়া এক লোক বলছে, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না। , আমাদের কোনো চাকুরী নেই, হাতে কোনো পয়সা নেই, পুরো বছরের ক্ষোভ আজ এই লুটপাটের মধ্যে দিয়ে বিস্ফোরিত হয়েছে। আমরা জানতে পেরেছি এখানে সবকিছু ফ্রি পাওয়া যাচ্ছে। কেউ কিছু বলছে না। তারা যদি এভাবে সবকিছু ফ্রি নিতে পারে আমরা কেনো নেবো না।

তাই এখানে লুটপাট করতে আসা। লন্ডন পুলিশ বলছে ৮ আগস্ট সোমবার ২১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বার্মিংহাম থেকে ১০০ জন দাঙ্গাকারীকে গ্রেফতার করা হয়। লিভারপুলের পুলিশ বলছে দেখাদেখি লুটপাট করছে অনেকে। একজন লুটপাট করলে আরেক জন তাকে দেখে উৎসাহিত হয়ে লুটপাট করছে।

উল্লেখ্য ৪ আগস্ট বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হয় মার্ক ডুগান নামের এক ব্যক্তি। তার মারা যাওয়ার দুদিন পর ৬ আগস্ট শনিবার থেকে থেকে টটেনহ্যাম এলাকা বিক্ষোভ সমাবেশ হয়। এতে পুলিশ বাধা দিলে চারিদিকে দাঙ্গা ছড়িয়ে পড়ে যা গতকাল তৃতীয় দিনের মত চলতে থাকে। সূত্র রয়টার্ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।