আমাদের কথা খুঁজে নিন

   

জুভেন্টাসের ড্র, টটেনহ্যামের হার

তবে ঘরের মাঠে বেনফিকার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় টটেনহ্যাম হটস্পারের সামনে বিদায়ের আশঙ্কা।

হাঁটুর চোট কাটিয়ে ফেব্রুয়ারিতে মাঠে ফেরার পর থেকে গোমেস গোল করতে পারেননি। তবে বৃহস্পতিবার রাতে দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে ওঠেন তিনি। ৬৭ মিনিটে বদলি হিসেবে নামার ১২ মিনিট পরই দলকে সমতায় ফেরান।

গত রোববার সেরি আতে এই ফিওরেন্তিনাকেই হারানো জুভেন্টাস তৃতীয় মিনিটেই চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায়।

কিন্তু বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

তার মাশুল দিতে হয় ৭৯ মিনিটের সময়। উঁচু হয়ে আসা একটি পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন গোমেস। তাই প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফিরতে পেরেছে ফিওরেন্তিনা।

১৯৬২ সালের পর টটেনহ্যামের মাঠ হোয়াইট হার্ট লেনে প্রথমবারের মতো খেলতে নেমেই স্বাগতিক-সমর্থকদের হৃদয় ভেঙ্গে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।



ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ৩০ মিনিটের সময় এগিয়ে দেন পর্তুগিজ-কিংবদন্তি ইউসেবিওর সাবেক ক্লাবকে। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান, ডিফেন্ডার লুইজাও। ৮৪ মিনিটে বেনফিকার তৃতীয় গোলটিও তার।

৬৪ মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধানে কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল টটেনহ্যাম। কিন্তু লুইজাওয়ের দ্বিতীয় গোল সব সম্ভাবনা শেষ করে দেয় ‘স্পার্স’ নামে পরিচিত দলটির।



এছাড়া প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন পোর্তো কলম্বিয়ান ফরোয়ার্ড মার্তিনেসের একমাত্র গোলে ঘরের মাঠে নাপোলিকে হারিয়েছে। আর ২৪ মিনিটে মালির মিডফিল্ডার সেডু কেইতা লাল কার্ড দেখলেও বুলগেরিয়ার লুডোগোরেটসের মাঠে ৩-০ গোলে জিতেছে স্পেনের ভ্যালেন্সিয়া।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.