আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ টিকিটের দাম ঘোষণা

শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী বছর অনুষ্ঠেয় এ বিশ্বকাপের বিভিন্ন ধরণের টিকিটের দাম ঘোষণা করেছে।
সবচেয়ে কম দামে টিকিট কেনা যাবে ১৫ ডলারে। ব্রাজিলের শিক্ষার্থী, ষাটোর্ধ্ব ব্যক্তি আর কিছু সামাজিক কর্মসূচির সদস্যরা এ টিকিট কেনার সুযোগ পাবেন।
বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারে মতো হ্রাসকৃত মূল্যে টিকিট বিক্রি করছে ফিফা। এর আগে এই ব্রাজিলেই ১৯৫০ সালের বিশ্বকাপে টিকিট বিক্রিতে ছাড় দেয়া হয়েছিল।


এবার স্বাগতিক ব্রাজিলের জন্য কমপক্ষে ৪ লাখ হ্রাসকৃত মূল্যের এই টিকিট ছাড়া হবে।
ব্রজিলের সাধারণ দর্শকরা টিকিট কিনতে পারবে সর্বনিম্ন ৩০ ডলারে।
ব্রাজিলের বাইরের ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে কমমূল্যের টিকিটের দাম রাখা হয়েছে ৯০ ডলার।
রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ১৩ জুলাইয়ের ফাইনালের টিকিটের দাম আন্তর্জাতিক দর্শকদের জন্য রাখা হয়েছে ৪৪০ ডলার থেকে ৯৯০ ডলার।
আগামী বিশ্বকাপের টিকিটের গড়মূল্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিটের গড়মূল্যের চেয়ে ১০ শতাংশ বেশি।


দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপে সবচেয়ে কমমূল্যে টিকিট ছিল ২০ ডলার।
আগামী ২০ অগাস্ট থেকে ফিফা ডটকমের মাধ্যমে বিশ্বজুড়ে টিকিট বিক্রি শুরু হবে। প্রথম পর্যায়ে টিকিট বিক্রি হবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।
৩২টি দলের গ্রুপ পর্যায়ের ম্যাচসূচি চূড়ান্ত হওয়ার পর আগামী ৮ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে। তৃতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল।


ফিফা জানায়, করপোরেট গ্রাহকদের জন্য সংরক্ষিত থাকবে ৪ লাখ ৫০ হাজার টিকিট।
আগামী বিশ্বকাপে প্রায় ৩০ লাখ টিকিট ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে। ১২টি স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হওয়ার পর টিকিটের চূড়ান্ত সংখ্যা বলা যাবে বলে ফিফা জানায়।
বিশ্বকাপ আয়োজনের জন্য ব্রাজিল ব্যয় করবে প্রায় এক হাজার ৪০০ কোটি ডলার।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.