আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারের বিক্ষোভকারীরা প্রকৃত বিনিয়োগকারী নয়: অর্থমন্ত্রী!

আমি যা সঠিক মনে করি অন্য কেউ সেটা ভূল মনে করাটা তার অপরাধ না । অর্থমন্ত্রীর বুঝা উচিত এগুলো নিয়ন্ত্রন করা সরকারের দায়িত্ব। আর তারা না পারলে বলুক জনগন তোমরা তোমাদের বিচার কর। আমরা কোন ব্যবস্থা নিব না। তখন দেখবে জনগন কি করে বিচার করে।

পুঁজিবাজারে যারা বিক্ষোভ করছে, তারা প্রকৃত বিনিয়োগকারী নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘পুঁজিবাজারে যারা বিক্ষোভ করছে, তারা প্রকৃত বিনিয়োগকারী নয় ফটকাবাজ। এরা বাজার থেকে সরে গেলেই ভালো। ’ রোববার বিকেলে অর্থমন্ত্রণালয়ে বাংলাদেশ চা সংসদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। এর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি ও এসইসির চেয়ারম্যানের সঙ্গে পুঁজিবাজার নিয়ে মতবিনিময় করেন অর্থমন্ত্রী।

বাজার সূচক এখনও ৬ হাজারের ওপরে রয়েছে উল্লেখ করে প্রকৃত বিনিয়োগকারীদের তাদের শেয়ার ধরে রাখার পরামর্শ দেন অর্থমন্ত্রী। এসইসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘তেমন বিশেষ কিছু নিয়ে আলোচনা হয়নি। ১০ দিন পর দেশে ফিরেছি, তাই তারা দেখা করতে এসেছেন। বৈঠকে বুকবিল্ডিং চূড়ান্তকরণ নিয়ে কথা হয়েছে। ’ পুঁজিবাজারে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে হইচই করার কিছু নেই।

আমরা স্টেপ নিচ্ছি। তবে এ ব্যাপারে এইসিরও কিছু দায়দায়িত্ব আছে। ’ অন্তর্জাতিক পুঁজিবাজারের দরপতনে বাংলাদেশের পুঁজিবাজার প্রভাবিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জিতিক পুঁজিবাজারের সঙ্গে বাংলাদেশের পুঁজিবাজারের কোনো সম্পর্ক নেই। ’ লিংক এপ্ট কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.