আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু, তুমি আমার আকাশজোড়া ডানা...

আজ নাকি বিশেষ একটা দিন! বিশেষ দিন আবার কি? প্রত্যেকটা দিনইতো বিশেষ, শুধু করে নিতে হয়। যা হোক, আজকের দিনটা বিশেষ করেই নেয়া হল তাহলে। পৃথিবীর যে প্রান্তে যত বন্ধু আছে, আজকের দিনটা তাদের জন্যই। খুব ভোরে ঘুম ভেঙেছে অনেক অনেক দিনের হারিয়ে যাওয়া এক বন্ধুর এসএমএস পেয়ে। ও যে আমাকে কত্ত ভালবাসা জানাল! আর পরীটাতো সব্বারই বন্ধু।

এমন একটা দিনে কি আর ফুল পরী দূরে দূরে থাকতে পারে! চাঁদের দেশ, মেঘের দেশ, তারার দেশ থেকে এত্ত এত্ত ভালবাসা নিয়ে ফুল পরীটা হাজির বন্ধু কি কে বলতে পারে! অনেক ভালবাসা, আনন্দ, আশার উৎস আর দু:খের অবসান যার কাছে হয় সেই তো হল বন্ধু। কখন কোথায় কিভাবে যে একজন অন্যজনের বন্ধু হয়ে যায়, কে জানে! সেই হিসাব রাখার সময় কোথায়! 'চল আমরা বন্ধু হই' এমনি বলে কেউ কি কারো বন্ধু হতে পারে? উহু...আপনিই হয়ে যাবে, আর নিজের ভেতর সেটা ঠিক ঠিক অনুভবও করতে পারবে। আর তোমার যত দোষ, কি খারাপ গুণ থাকুক না কেন...এই ধরো, তোমার হাতের লেখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং...কিংবা ধরো তোমার মাথায় একটা দুটো উকুন তাও দেখো তোমার বন্ধুটা ঠিক ঠিক তোমাকে কত্ত ভালবাসে! যখন তোমার ভীষণ বিপদ হবে তখনই শুধু বুঝতে পারবে, সত্যিকারের বন্ধুটা কে। কেন? কেন আবার! সত্যিকারের বন্ধুটাতো সবচেয়ে বিপদে, দু:খে আর কষ্টে তোমার ছায়া হয়ে, শক্তি হয়ে, সাহস হয়ে তোমাকে জড়িয়ে রাখবে। চোখ বুজে তুমি নির্ভর করতে পারো তার ওপর।

আগে আমি ভাবতাম বন্ধুত্ব বুঝি একটাই বিশাল ব্যাপার। তা কিন্তু না... ছোট ছোট ছোট অনেকগুলো সুন্দর, মায়াময়, রঙিন মূহুর্ত মিলে হয় বন্ধুত্ব। কত হাসি, আনন্দ, খুনসুটি, মান-অভিমান যে হয় বন্ধুতে বন্ধুতে। তারপর আবার ভাব ভাব ভাব আর এইখানে এসে আমি কত বন্ধু যে পেয়েছি, তারতো কোন হিসাবই নাই। সব্বাই এত এত ভাল আর এত ভালবাসা নিয়ে আমার বন্ধু হয়ে গেছে! তাই পরীর দেশ থেকে সবার জন্য এতগুলো ফ্রেন্ডশীপ ব্যান্ড নিয়ে এসেছি।

সবাই মিলে ভাগ করে নাও। উহ অনেকক্ষণ বকবক করলাম। টায়ার্ড....... এইবার বন্ধুরা, চল সবাই হাতে হাত রেখে একটা গান শুনে ফেলি। আর প্রতিজ্ঞা করি কখনো কখনো বন্ধুকে কষ্ট দিবো না, ছেড়ে যাবো না...নইলে কিন্তু একদম বেঁধে রাখবো, বুঝলে? এইবার গান............ এত এত গান থাকতে এই গানটাই আমার কেন যে ভাল লাগল! বন্ধু, তুই আমার আকাশজোড়া ডানা.............আমার মত করে ভেবে নিলাম আমি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.