আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু মানে আড্ডা

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক খুব ছোটবেলা থেকে আজকের এই আমি। কতগুলো বসন্ত পেরিয়ে এসেছি, তার কোন হিসেব কখনো করিনি। চারপাশে এতো বন্ধু আর আড্ডা! সময় যে কখন চলে যেতো! বসন্তের হিসেব গুনে দেখার কোন অবকাশ মেলেনি। পুরোটা বছরই বসন্ত। প্রতিটি দিন ফুলফোটা বসন্ত।

সারাদিন আড্ডা মেরে এসে, দুপুরের খাবারটা বিকেলে গিলে আবার ছুটেছি। অনেক রাতে বাড়ী ফিরে, বাবার বকুনি। বাবা বলতেন, " আসলেন কেনো? যাদের সাথে এতো রাত পর্যন্ত ছিলেন, তাদের সাথে থেকে গেলেই পারতেন!" মনে মনে হাসতাম আর বলতাম, পারলে থেকেই যেতাম! আড্ডা, কি এক নেশা ধরানো গান! দিনগুলো যে কখন আমার শৈশবে কেনা হাওয়াই মিঠাইয়ের মতো, মুখে না দিতেই মিলিয়ে গেলো! স্কুলে যারা সহপাঠী ছিলো, তারা সবাই বন্ধু। এক একটি মুখ, এক একটি সুখ। স্কুল পেরিয়ে কলেজের বারান্ধায় পা যখন রাখি, তখন মনে হত আরো কত বন্ধু হলো আমার।

স্কুলের বন্ধুরা একে একে হারিয়ে যেতে শুরু করলো। বিনিময়ে নতুন কিছু বন্ধু পেলাম, কলেজে। হারিয়ে যেতে যেতে, কিছু স্কুলবন্ধু রয়ে গেলো। হারয়ে গেলোনা। কলেজ শেষ করার পর, ভার্সিটি বয়সে আরো কিছু বন্ধু হলো।

কলেজের বন্ধুরা, সবাই হারিয়ে গেলো। যারা মাঝে মাঝে দেখা হলে পথে-ঘাটে হাই, হ্যালো করে চলে যায় তারা বন্ধু নয়। বন্ধু হতে পারেনা। বন্ধু মানেতো আড্ডা। প্রান খুলে, সময়ের হিসেবের ঘড়িটাকে ছুড়ে ফেলা।

বিষন্ন সময়ে, আগলে রাখা। তবু আজকের এই বন্ধু দিবসে, যারা পাশে আছিস, যারা পাশে নেই, যারা হারিয়ে গেছিস, যারা আবার ফিরে আসবে সবাইকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা! ভালো থাকিস তোরা। যে যেখানে,যেভাবে আছিস।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.