আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে ন্যাটোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩১ মার্কিন সেনা

ভিতরে গিয়ে পোস্ট পড়তে না চাইলে এখানে ক্লিক করুন। শনিবার রাতে আফগানিস্তানের ওয়ারডাক প্রদেশে ন্যাটো বাহিনীর একটি চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩১ জন মার্কিন সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য শনিবার সংবাদ মাধ্যমকে জানানো হয়। ন্যাটো বাহিনী তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হবার খবর নিশ্চিত করেছে। কিন্তু নিহতের সংখ্যা কত তা তারা প্রকাশ করেনি।

সামরিক ওই হেলিকপ্টার কীভাবে বিধ্বস্ত হয় তার সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন-ন্যাটো বাহিনীর কর্মকর্তার বলছেন তাদের অনুসন্ধান দল ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে। সংগ্রহীত আলামত পরীক্ষা নিরীক্ষা করে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করা হবে। আফগানিস্তানে এক সঙ্গে এত বেশি মার্কিন সেনা নিহত হবার খবর সাম্প্রতিক সময়ে নেই বলে জানাচ্ছে দেশি বিদেশী সংবাদ মাধ্যম গুলো । নিহত মার্কিন সেনাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাই।

ন্যাটো জোটের সামরিক কর্মকর্তারা বলছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে তালেবানদের শক্তিশালী অবস্থান রয়েছে। ওই এলাকাটি আফগানিস্তানে উত্তেজনা প্রবণ এলাকা হিসেবে জোট বাহিনীর কাছে চিহিৃত। ওয়াররডাক প্রদেশের সায়েদাবাদ জেলায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে। ওয়ারডাক প্রদেশের সরকারী মুখপাত্র শহিদুল্লাহ শহিদ এ খবর দেন। এদিকে তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অজ্ঞাত জায়গা থেকে বলেন, গতরাতে ন্যাটো বাহিনী সায়েদাবাদ জেলায় তাদের ওপর হামলা চালায়।

সে ঘটনায় তাদের ৮ জন যোদ্ধা শহীদ হয়। প্রতিশোধ নিতে তারা হেলিকপ্টারটিকে ভূপাতিত করে। নিরপেক্ষ কোনো সূত্র হতে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.