আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে ১১ বিদেশি সেনা নিহত



ইন্টারন্যাশল ডেস্ক (আরটিএনএন ডটনেট)-- গত দুই দিনে আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্টেন্স ফোর্স (আইএসএএফ)-এর আরো ১১ সেনা নিহত হয়েছে। সূত্র: প্রেসটিভি অনলাইন। রবিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সঙ্ঘাতপ্রবণ এলাকায় দখলদার বিরোধী তালেবান যোদ্ধাদের হামলায় চার ন্যাটো সেনা নিহত হয়। শনিবার দক্ষিণাঞ্চলে বোমা হামলায় অপর সাত বিদেশি সেনা নিহত হয়। নিহত সেনাদের নাম ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশি করেনি আইএসএএফ।

অবশ্য পূর্ব ও দক্ষিণাঞ্চলে দখলদার মার্কিন সেনাদের উপস্থিতিই বেশি। এদিকে রবিবার পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি মার্কিন সেনা ঘাঁটিতে তালেবান যোদ্ধারা হামলা চালায়। ওই হামলায় বেশ কয়েকজন মার্কিন ও আফগান সেনা সদস্য নিহত হয় বলে তালেবান যোদ্ধারা দাবি করে। আফগানিস্তানে বর্তমানে প্রায় এক লাখ ৫০ হাজার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা অবস্থান করছে। তালেবানদের উত্থান ঠেকাতে সম্প্রতি দেশটিতে নতুন করে ৩০ হাজার মার্কিন ও ন্যাটো সেনা মোতায়েন করা হয়।

২০০৭ সালে তালেবানদের পুনরুত্থানের পর সাম্প্রতিক সময়ে তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলসহ দেশের সর্বত্র দখলদারবিরোধী হামলা জোরদার করেছে। এসব হামলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও আফগান সেনাসহ বহু সংখ্যক বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটছে। উল্লেখ্য, সন্ত্রাসবাদের অভিযোগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আফগানিস্তানে অভিযান চালায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। এই অভিযান এবং তালেবানদের প্রতিরোধের মুখে হাজার হাজার আফগান নাগরিক নিহত হয়। একই সঙ্গে দেশটির পুরো অবকাঠামো ধ্বংস হয়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.