আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে পাক নিশানায় ভারতীয়রা

চলতি বছরের শেষ দিকে আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা। তারপর দেশটির বিভিন্ন ভারতীয় প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালাতে পারে আফগানিস্তানে মোতায়েন পাক বাহিনী। তথ্যটি জানিয়েছে 'সেন্টার ফর নেভাল অ্যানালিসিস' (সিএনএ)-এর একটি রিপোর্ট।

মার্কিন প্রতিরক্ষা সচিবের অনুরোধে ২০১৪ পরবর্তী আফগানিস্তানের সম্ভাব্য চিত্র সম্বন্ধে অনুসন্ধান চালানোর পর জানা যায়, মার্কিন সেনা চলে যাওয়ার পর আফগানিস্তানে তালেবানের শক্তিবৃদ্ধির সব রকম প্রচেষ্টা চালাবে পাকিস্তান। অপরদিকে, আফগান প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা দেবে ভারত ও ইরান প্রশাসন।

  সেক্ষেত্রে আফগানিস্তানের বুকে গড়ে ওঠা বিভিন্ন ভারতীয় প্রতিষ্ঠানের ওপর পাক হানার ঘটনা অস্বাভাবিক কিছু নয়।

রিপোর্টটিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেবে না পাকিস্তান। এই নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন সময় তালেবানকে অস্ত্র জোগান দিয়েছে এসেছে তারা। এবার সেই নেটওয়ার্ককেই আরও বেশি করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে পাক সেনা।

সন্দেহ করা হচ্ছে, এই নেটওয়ার্কের মাধ্যমে তালিব জঙ্গিদের আরও বেশি করে অর্থ ও অস্ত্র সাহায্য করতে পারে পাকিস্তান।

কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে তা আরও বাড়বে। এমনকি সীমান্তে খোলা বাজারেও বিক্রি হতে পারে অস্ত্রশস্ত্র। সেক্ষেত্রে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে তালিব জঙ্গিদের সংঘর্ষের সম্ভাবনা বাড়বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.