আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে নারীসেনাদের অন্তঃসত্ত্বা হার বাড়ছে

আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীতে নারী সেনাদের অন্তঃসত্ত্বা হার বাড়ছে। গত ১৪ সপ্তাহে সেখানে ৯ নারী সেনাকে অন্তঃসত্ত্বা পাওয়া যায়। এর ফলে তাদেরকে ১লা জানুয়ারি থেকে ১৪ই এপ্রিলের মধ্যে যার যার দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৫ বছরে এ সংখ্যা কমপক্ষে ৫৯। এতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে নিয়োজিত নারী সেনারা যদি অন্তঃসত্ত্বা থাকেন তাহলে তাদের সামরিক আইনেই সম্মুখ সমরে লড়াই করা থেকে বিরত থাকার নিয়ম আছে।

কিন্তু সর্বশেষ যে পরিমাণ নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় ফেরত পাঠানো হয়েছে তা সামপ্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি। ফ্রিডম অব ইনফরমেশন জানিয়েছে, ২০০৬ সালে আফগানিস্তান থেকে ৫ নারী সেনাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরত পাঠানো হয়েছে। তার পরের বছর এ সংখ্যা ১২। ২০০৮ সালে এ সংখ্যা ১২। ২০০৯ সালে অন্তঃসত্ত্বা হয়েছিলেন ১১ নারী সেনা।

২০১০ সালে এ সংখ্যা ১০। রিপোর্টে বলা হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এ বছরে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা দাঁড়াবে ৩০-এর বেশি। সামরিক এক সূত্র বলেছে, বেশি পরিমাণ নারী সেনা সম্মুখ সমরে অংশ নিচ্ছেন। এজন্য অন্তঃসত্ত্বা হওয়ার প্রবণতা বাড়ছে। কারণ তারা ওই সময়ে পুরুষের বেশি সান্নিধ্য পায়।

অন্তঃসত্ত্বা এসব নারীর বেশির ভাগই যুবতী, অবিবাহিত। এ খবর দিয়েছে অনলাইন মিরর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.