আমাদের কথা খুঁজে নিন

   

মায়া

শাকিলা তুবা ফাঁকি, আসলে সবটাই ফাঁকি এই যে মাধ্যাকর্ষণে ঝুলে আছে পা উল্টোদিকে মাথা নিয়ে ঘুরছো ক্ষয়ে গেলে এ চৌম্বকশক্তি দেয়ালের পিঁপড়েরা যেমন ঝুরঝুর পড়ে তুমিও পড়বে সত্যিই যদি পড়ে কোথায় যাবে মানুষগুলো? অনু পরমানু হয়ে বাতাসে ভাসবে শরীর তবু শেষ হবে না তুমি তুমি অবিনশ্বর জন্ম থেকেই তুমি আছ, থাকবে কোত্থেকে শুরু জানো না যেমন শেষটাও তেমনি অজানা অবশ্য আদৌ যদি শেষ থাকে তারপরও বলবে এসব ফাঁকি নয়? আমি তো আগেই বলেছি, সবটাই মায়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।