আমাদের কথা খুঁজে নিন

   

কারা হচ্ছে কোটিপতি? আবাহনী না মোহামেডান

ইদানিং রাস্তাঘাটে বের হলেই একটা পোস্টার চোখে পড়ে। টেলিভিশন খুললেও একটা বিশেষ চ্যানেলের উপরের দিকে দেখা যায় লোগোটা। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন কিসের কথা বলছি-কে হতে চায় কোটিপতি? মাত্র ১০-১২টা প্রশ্ন উত্তর দিতে পারলেই কোটিপতি। এতো গেল বুদ্ধির খেলা। মাঠের খেলায় আগামীকাল কে হচ্ছে কোটিপতি? আবাহনীর সুযোগ আছে।

সুযোগ মোহামেডানেরও। বরদুলই ট্রফি দিয়ে মৌসুম শুরু করা আবাহনী ফেডারেশন কাপ জিতলেও এরপর স্বাধীনতা কাপ, লিগ কোনোটাই জিততে পারেনি। হয়ে যাক না আজ তাদের সুপার কাপটা। কিন্তু চাইলেই তো হবে না। গোলকিপারে সমস্যা, সমস্যা স্ট্রাইকারের।

জিয়ার কব্জিতে ব্যথা, সোহেলই হয়তো ভরসা গোলদূর্গে। বিদেশি আউডু ইব্রাহিম, ফ্রাঙ্ক নাকি রনি আর রবিন। কে হবে নায়ক? সেটা আগামী কাল বিকেলেই দেখা যাবে। মোহামেডানের অবশ্য হারানোর কিছু নেই। একেবারে তারুণ্য নির্ভর ভাঙাচোরা দল নিয়ে বাজিমাত করল সাদাকালোরা।

এজন্য অবশ্য ওদের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবাকে আলাদা কৃতিত্ব দিতেই হবে। লিগের দ্বিতীয় পর্বে এসে যা খেলল তাতে আগের পর্বে এলে কি হতো সেটা বলাই বাহুল্য। তারপরও সেই কথা আবাহনী মোহামেডান লড়াই। মর্যাদার লড়াইয়ে যে আবাহনীকে ছাড় দিতে এতটুকু রাজি নয় মোহামেডান। বিগত যৌবনা বাংলাদেশের ফুটবলে একটু জোয়ার আনতে এই ম্যাচটার যে কি দরকার ছিল সেটা ভালোমতোই টের পাচ্ছেন কাজী সালাউদ্দিন।

আসুন না আবারও আমরা ফিরে যাই পুরনো দিনে। হয়ে যাক আরেকটি উন্মাদনা... আবাহনী-মোহামেডান বলে কথা!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.