আমাদের কথা খুঁজে নিন

   

‘বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না’।

শাফিক আফতাব--------- এবারের ফাল্গুণ বেলা গেলো অবহেলায় অনীহায়, পুষ্পপত্রহীন ; নির্বাসিত বসন্ত দিনে আমি প্রবাসী এক ; শুধু পদাবলি রচে কেটে দিলেম সময়, মনের গহীনে ফুটলো অজস্র ফুল, পাঁপড়ি ঝরে পড়লো অগণন, ঘ্রাণের বন্যায় প্লাবিত হলো আমার সফেদ ফ্ল্যাটের প্রতিটি কামরা, থাইগ্লাসের জানালারা আর টাইলস-ফ্লোর তোমার অপেক্ষায় থেকে থেকে এক সময় ধুলোবালিতে গড়াগড়ি খেলো, ফ্রিজের ভেতর থেকে বরফরা বললো, : ‘এবার আর অপেক্ষা করা যায় না। খাদ্যহীন ফাঁকা ফ্রিজে আমরা আর কতদিন তুষার বিলাবো’। অথচ এবার কেনো জানি তোমাকে পাবার প্রগাঢ় বাসনা মনে এলোনা আমার। দেখতে দেখতে ফাল্গুণ বেলা গেলো, আজ সন্ধ্যায় দেখি, বৈশাখী মেঘেরা পদাতিক বাহিনীর মতো আকাশের সর্বত্র টহলে মগ্ন, দুএক ফোঁটা বৈশাখীবৃষ্টিরজল আমার লকলকে চুল ছুঁইছে, অমনি বেদনাগুলো ডুকরে ডুকরে কেঁদে উঠলো, নির্বাসিত বসন্ত দিনের দুঃখগুলো, বৈশাখীর মেঘের সাথে মিশে অঝোরে কান্না ঝরাতে থাকলো, আমি চোখবুজে তোমাকে নিয়ে হারালাম এক অমরাবতীর স্বচ্ছ কামরায়, আর গুনগুন গেয়ে উঠলাম : ‘বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না’।..................... ১৭.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।