আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখী ছড়া...

আগামীর স্বপ্নে বিভোর...

১. বৈশাখ এলেই তোমায় খুঁজি কারণটা যে স্পষ্ট, চাওমিন এদিন চাওনা তুমি পান্তাতে হও তুষ্ট !! ২. গরম ভাতে পানি ঢেলে পান্তা ভাতের নামে, ইলিশ ভাজা সাথে নিয়ে কিনে চড়া দামে; সানকিতে পেঁয়াজ মরিচ সাজিয়ে আমি খাই, বাঙ্গালী সাজি আমি বৈশাখ এলে ভাই। ৩. সাদায় তোমার ভীতি আছে লালে অগাধ ঘৃণা, আজ লালে সাদায় সাজলে তুমি বৈশাখ এলো কিনা ? ৪. হর্ষ মনে বর্ষ বরণ করতে যাইনা আর, বোমার ভয়ে শঙ্কিত মন হয়না ঘরের বার। ঘরে বসেই লাইভ চ্যানেলে দেখি রমনার হাল-চাল, ভন্ডামিতে ভরে গেছে বঙ্গ দেশটা আজ-কাল। ৫. পান্তা ইলিশ চাইনা ম্যাডাম মনটা তোমার চাই, দিলের মাঝে চোট লেগেছে শান্তি কোথাও নাই। বৈশাখ এলো নতুন আলোয় নতুন স্বপ্ন আশা, মনের মাঝে উঁকি মারে নতুন ভালোবাসা।

** সবাইকে বাংলা নব-বর্ষের (১৪১৭) শুভেচ্ছা। সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন। বন্ধুরা, কেমন আছেন ? নিশ্চয় অনেক ভালো। অনেক দিন পর আমি আবার তোমাদের মাঝে হাজির হলাম আমার সীমাহীন ভালোবাসা, স্বার্থহীন স্নেহ আর অগাধ শ্রদ্ধা নিয়ে। আমি বাঙ্গালী, ভাবতেই বুকটা গর্বে ভরে যায়।

বন্ধুরা, কি নেই আমাদের বাঙ্গালীপনায় ? বিশ্বের সবচে সম্মানিত ও অন্যতম বৃহৎ সমৃদ্ধশালী ভাষার অধিকারী আমরা। আমাদের আছে স্বতন্ত্র বাংলা সাল। তেমনি আছে নানান উৎসব আর ঋতু বৈচিত্র। এত বর্ণাঢ্য জীবন যাত্রা আর কোন জাতির আছে বলে আমার জানা নেই। তারপরও কোথায় যেন একটা ঘাটতি লক্ষ্য করি প্রতি নিয়ত।

আকাশ সংস্কৃতির বেপোরয়া বিকাশে আমাদের যাপিত জীবনে আমাদেরই অলক্ষ্যেই ঢুকে পড়েছে বিজাতীয় সংস্কৃতি। আমরা ভুলতে শুরু করেছি আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি। নিজেকে চটপটে পরিপাটি আর গোছানোর অযুহাতে আমদানি করছি ভীনদেশী রীতি-নীতি যা আমাদের নিজস্ব চলন-বলন, আচার-আচরণ, শিল্প-সংস্কৃতিকে মারাত্মক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে প্রতিদিন। এভাবে চলতে থাকলে হয়তো এমন একদিন আসবে যেদিন আমরা বাঙ্গালী বলে পরিচয় দেবার মত আর কিছুই থাকবে না। তাই আমাদের এখনি সচেতন হওয়া দরকার, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে আমাদের ঐতিহ্যকে পৌছে দিই বিশ্বের দরবারে।

এই হোক নব-বর্ষে আমার অঙ্গীকার। সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। ভালো থাকুন সারাদিন, সারাক্ষণ। সুমন আহমদ সিলেট। ১লা বৈশাখ ১৪১৭ বাংলা ১৪ই এপ্রিল ২০১০ ইংরেজী


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।