আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের দর্শনীয় স্থান

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা বিশাল দেশ ভারত। জনসংখ্যার দিক থেকেও বিশাল; পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। মানুষের চমাড়ার রং ও বাহ্যিক ভেদাভেদের রকমফের ও বিরাট। দক্ষিনের কুচকুচে কাল রং এর অধিকারী থেকে কাশ্মীরের ফর্সা ও লোমশ জাতি। আবার সেই উত্তর পশ্চিমের কাশ্মীরের অন্য অংশে লাদাখ অঞ্চলে চৈনিক চেহারার নাক বোচা, ছোট চোখ অধিকারীর লোক উত্তর পূবের অরুনাচল প্রদেশেও দেখা মেলে। এত বিশাল দেশ খোদ ভারতীয়রাও হয়তো পুরো ঘুরে দেখতে পারবেন না। কারন যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানেই অপ্রতুল। কিছু কিছু স্থানে সরাকরী বিধি নিষেধ রয়েছে। কোন কোন স্থানে স্থানীয় প্রশাসন হয়তো সাধারন ভাবে নিরাপত্তার জন্য যাবার সুপারিশ করবেন না। তবুও দেখার অনেকঃ- তেমনি দিল্লিতে এই লাল কেল্লা (ইতিহাস প্রসিদ্ধ) হুমায়ুনের সমাধি দিল্লির অক্ষরদম মন্দির(অন্য কোন নাম আছে কি, না, জানি না) কাশ্মীরের দর্শনীয় পাহাড়ী লেক অরুনাচলের মহিলা মহারাষ্ট্রের আওরঙ্গবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.