আমাদের কথা খুঁজে নিন

   

সাফল্যের অগ্রযাত্রায় বি আই ইউ

সাফল্যের অগ্রযাত্রায় বি আই ইউ (মাহাবুব আলম মুরাদ) বাংলাদেশে অবস্থিত বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বি আই ইউ)একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। অগ্রযাত্রা ২০০৫ সালে হলেও অল্প সময়ের মাঝে এর অবস্থান দাড় করাতে সক্ষম হয়েছে শুধুমাত্র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও কর্তৃপক্ষের সর্বাধিক প্রচেষ্টায়। এর বিভিন্ন বিভাগ থেকে পাস করা গ্রেজুয়েট ও মাস্টার্স ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীরা বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে, এবং বর্তমান এই প্রতিযোগিতার বিশ্বে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে জয়ী হয়ে তাদের যোগ্যতা প্রমাণ করছে। এছাড়া শিক্ষক মন্ডলী দেশে ও দেশের বাহীরে বিভিন্ন সভা, সেমিনার ও উচ্চতর ডিগ্রী অর্জনে দেশী ও আন্তর্জাতিক মহলে সকলের নজর কাড়ছেন। এখানে ইংরেজী ও আইন বিভাগের ক্ষেত্রে যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে এবং ব্যবসা প্রশাসন বিভাগের ক্ষেত্রে উত্তর আমেরিকার প্রচলিত শিক্ষা নীতি অনুসরন করে ছাত্র-ছাত্রীদের পাঠ দানের ব্যবস্থা করা হচ্ছে।

ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিকতাবোধ, মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করার জন্য কয়েকটি বিষয় বিশেষভাবে পাঠদান করা হয়। দেশে ও বিদেশে চাকরীর বাজারে প্রতিযোগিতায় যাতে সাফল্য অর্জন করতে সক্ষম হয় তেমনভাবে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার ব্যাপারে সবাই আন্তরিক। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী ব্যবসায়ীক উদ্দেশ্যে নয় বরং সুশিক্ষিত জাতি গড়ার অঙ্গিকার নিয়ে তার প্রতিষ্ঠানটি নিষ্ঠার সাথে পরিচালনা করে যাচ্ছেন। টিউশন ফি অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তুলনায় অপেক্ষাকৃত যেমন কম তেমনি গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে তাদের জন্য রয়েছে সম্পূর্ন বিনা বেতনে পড়ার সুবিধা।

তাছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে রয়েছে মুল টিউশন ফি এর উপর অয়েবার। শুধু তাই নয় প্রতি সেমিস্টারে যারা ভাল ফলাফল করে তাদের জন্য রয়েছে পরবর্তী সেমিস্টারে বিনা বেতনে লেখা পড়া চালিয়ে যাওয়ার সুযোগ। এরই ধারাবাহিকতায় নিম্নবৃত্ত ও মধ্যবৃত্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিকট বাংলাদেশ ইসলামী ইউনির্ভাসিটি এক জনপ্রিয় নাম। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তাদের পছন্দ অনুসারে দক্ষতা বৃদ্বির জন্য এখানে রয়েছে আইন ক্লাব, ডিবেটিং ক্লাব, স্পোর্স ক্লাব, লেঙ্গুয়েজ ক্লাব, কালসারাল ক্লাব যা তাদেরআগ্রহ অনুসারে সুদৃঢ় লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে। শিক্ষার্থীরা এই সকল ক্লাবগুলোতে জড়িত হয়ে নিজেদের দক্ষতা প্রমান করে যাচ্ছে।

এখানে রয়েছে প্রায় চল্লিশ হাজার পাঠ্য বই সহকারে, ম্যাগাজিন, জার্নাল, ইতিহাস, সাহিত্যের বই সম্বলিত সুসজ্জিত বিশাল লাইব্রেরী। প্রতি সেমিষ্টারের শুরুতে ছাত্র-ছাত্রীদের সেমিষ্টারের সিলেবাস অনুযায়ী সকল বই প্রদান করা হয়। তাছাড়া লাইব্রেরীতে বসে পড়া-লেখার মাধ্যমে সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর পরিবেশ। ফলে ছাত্র-ছাত্রীরা পাচ্ছে শিক্ষা নিয়ে গভেষনার বিশাল সুযোগ। তথ্য ও প্রযুক্তিতে শিক্ষার্তীদের এক ধাপ এগিয়ে রাখতে বি আই ইউ কর্তৃপক্ষ গড়ে তুলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার নিয়ে তিন তিনটি পৃথক কম্পিউটার ল্যাব।

বি আই ইউর শিক্ষার্থীরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মাঝেই সীমাবদ্ব নয়। তাই প্রকৃতিগত বিদ্যা ও দর্শন শাস্ত্রে তাদেরকে এগিয়ে রাখতে কর্তৃপক্ষ প্রতিবছর আয়োজন করে শিক্ষা সফর। যার ফলে শিক্ষার্থীরা খুব সহজেই দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পর্যবেক্ষনের সুযোগ পাচ্ছে। গত বছর শীতকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পৃথক পৃথক ভাবে কক্সবাজার, সিলেট নগরীর জাফলং, মাধবকুন্ড, শীতাকুন্ড, শ্রীমঙ্গল, লাওয়াচড়া এবং যমুনা পিকনিক স্পট ঘুরে আসে। তাছাড়া এখানে আয়োজন করা হয় বিনা পয়সায় রক্তদান কর্মসূচী, শীত বস্ত্র বিতরন কর্মসূচী এবং বর্নার্তদের পাশে ত্রান ও সেবা দেওয়ার কর্মসুচী।

গত বছর শীত কালে শিক্ষক ও ছাত্রদের উপস্থিতিতে রংপুর নগরীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরন করা হয়। ১লা বৈশাখ, ২১ শে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ, ১৬ই ডিসেম্বর সহ বিভিন্ন বিশেষ দিন গুলোতে এখানে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। এছাড়াও রমজান মাসে আয়োজন করা হয় বিশেষ ইফতার পার্টি ও দোয়ার মাহফিল। শিক্ষা কার্যক্রম বিনিময়ের জন্য এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এমওইউ স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ক্রেডিট ট্রন্সপার ছাড়াও শিক্ষক বিনিময় এবং যুগ্মভাবে গভেষনাধর্মী কার্যক্রম পরিচালনা করার সুযোগ তৈরী হয়েছে।

বর্তমানে ১৩ তালা, ১১ তালা ও ৭ তালা এই তিনটি সুবিশাল ভবন নিয়ে বি আই ইউর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্তীর সংখ্যা প্রায় ৮০০০ যা আলোড়ন সৃষ্টি করার মত। প্রোগ্রাম সমূহঃ বিএ অনার্স (ইংরেজী), বিএ অনার্স (ইসলামিক স্টাডিজ), এল এল বি অনার্স ও পাস কোর্স, বিবিএ, এমবিএ (রেগুলার), এমবিএ (এক্সিকিউটিব), এলএলএম এবং এমএ ইন ইংলিশ। এছাড়াও বিএসসি ইন ইলেক্ট্রিকাল এন্ড এলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্সের সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আগামী সেমিষ্টার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

বি আই ইউর প্রতিষ্ঠাতা প্রফেসর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী তার প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা ও সৃজনশীল জাতি হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মুল উদ্দেশ্য। অন্যান্য প্রতিষ্ঠানের মত ব্যবসায়িক কোন উদ্দেশ্য নিয়ে বি আই ইউ পদযাত্রা করেনি। যার প্রমাণ বি আই ইউর ছাত্র-ছাত্রীবৃন্দ। মাত্র পাঁচ বছরে এখানে প্রায় আট হাজার ছাত্র-ছাত্রীর উপস্থিতি যা প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে এক আলোড়ন সৃষ্টি করেছে। ভর্তি সেশনঃ স্প্রিং, সামার ও ফল এই তিনটি সেশনে ভর্তি হওয়া যায়।

ইতিমধ্যে বি আই ইউর মুল ভবন নির্মানের জন্য ঢাকার সাইনবোর্ড এলাকায় বিশ্ব রোড সংলগ্ন নিজস্ব জমি ক্রয় করেছে। ভবন নির্মানের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রতিবছর বি আই ইউ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো থেকে পাচ্ছে প্রচুর অনুদান। যোগাযোগের ঠিকানাঃ গজারিয়া টাওয়ার, ৮৯/১২, আর,কে,মিশন রোড (মানিক নগর বিশ্ব রোড)ঢাকা-১২০৩, বাংলাদেশ। ফোনঃ০২-৭৫৫২৪৯৫-৬, ফ্যাক্সঃ৮৮-০২-৭৫৫৪১০৯, মোবাইলঃ০১৯১৫৪৯২০০৩-৮ Email: Web: http://www.biu.ac.bd ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।