আমাদের কথা খুঁজে নিন

   

রমাদান ম্যাসেজ......

আসুন সত্য বলি রমাদানের কিছু শিক্ষা 1.তাকওয়া অর্জনের মাস...... হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।সুরা বাকার-১৮৩ ২,ঈমানকে ঝালাই করে নেয়ার মাস...... ৩,কোরা্নের মাস...কোরআন বুঝে পড়তে হবে... ৪,হক ও বাতিলের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এ মাসে সংগঠিত হয়েছিল......তাই এ মাসে সকল জাহিলিয়্যাতকে উপড়ে ফেলার সংগ্রামে ঝাপিয়ে পড়ার ট্রেনিং নিতে হবে......... রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী।সুরা বাকারা-১৮৫ ৫,সকল অন্ধকার দূর করে আলোর দিকে হাঁটার মাস।আর এ আলো নিতে হবে কোরআন থেকে।কোরআনের আলো দ্বারা চারদিক উদ্ভাসিত করতে হবে। ৬,ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার মাস... ৭,এক সাথে সেহরী ইফতার করে মুসলিমদের মধ্যে একতা দেখানোর মাস... ৮,আত্মার পরিশুদ্ধি অর্জনের মাস... ৯,সংযম অর্জনের মাস...এ মাসে দিনে হালাল জিনিস গ্রহন থেকে বিরত থেকে অন্যান্য মাসে যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি সে ট্রেনিং এর মাস... ১০,বিজয়ের মাস...ফাতে মক্কা অর্থাৎ মক্কা বিজয় এ মাসেই সংগঠিত হয়েছে।মুসলিমরা এ মাসের ১৮ তারিখ ১০০০০ সৈন্য নিয়ে ঐতিহাসিক মক্কা বিজয় করেন।এ বিজয় থেকে শিক্ষা নিয়ে আবারো মুসলিমদের বিজয়ের জন্য ঝাপিয়ে পড়ার মাস.. নিশ্চয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট।সুরা ফাতহ-১ তিনি তাঁর রসূলকে পথ নির্দেশ ও সত্যধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সবধর্মের উপর প্রবল করে দেন,সুরা সফ-৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.