আমাদের কথা খুঁজে নিন

   

শোকাবহ আগস্ট শুরু

রফিকুল ইসলাম ঃঃ---- ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের পনের আগস্ট ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই নির্মমভাবে হত্যা করেনি, তাদের হাতে একে-একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কালাম, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এছাড়াও হত্যা করা হয় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজন। তাই আগস্ট শোক বেদনা আর প্রতিবাদের মাস, শোককে শক্তিতে রূপান্তরের মাস। অন্যদিকে ২০০৪ সালের এ আগস্টেই গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা হয়েছিল বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এ ঘটনায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতা আহত হন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ জানান, ‘শোকের আগুনে পুড়ে ছারখার- ঘাতক দালাল যুদ্ধাপরাধী রাজাকার’ এ স্লোগানকে ধারণ করে এবার শোকের মাস পালন করা হবে। মাসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে আলোর মিছিল নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে যাত্রা করে স্বেচ্ছাসেবক লীগ। এছাড়াও বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে আগামীকাল জেলায়-জেলায় শোকর‌্যালি অনুষ্ঠিত হবে। প্রতিবারের মত এবারও ১৫ আগস্টকে সামনে রেখে এ মাসের প্রথমদিন থেকেই শুরু হচ্ছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিস্তারিত কর্মসূচি।

পুরো মাস জুড়েই পালিত হবে এসব কর্মসূচি। এবারও সরকারিভাবে পালিত হবে ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের কর্মসূচি। একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছেÑ এদিন সকালে ঘটনাস্থল বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা। এদিনই সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সন্ধ্যায় গণভবনে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং ইফতারের আয়োজন করা হয়েছে।

শোকদিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ১২ আগস্ট বিকাল ৪টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনাসভা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। শোকের মাসে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। ’৭১-এর ঘাতক ও যুদ্ধাপরাধী এবং একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচার সম্পন্ন করার মধ্যদিয়ে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। তিনি বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.