আমাদের কথা খুঁজে নিন

   

একটি যথাযথ মৃত্যুর খুব কাছাকাছি দাড়িয়ে

ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ ! একটি রঙিন সন্ধ্যার রাজপথ ধরে আমি এখনো হাটি তোমার নির্মল নাজিফা হাতের বিপরীতে অবিকল অতীত স্মৃতির ছায়ার হাতে হাত রেখে, ঠিক তখনো অচেতন অনুভূতির মৃদু উৎসাহে রাত্রী জমে না অন্ধকারে, নির্ঘুম শূন্যতার দেওয়াল ধরে তুমি তো জানো শহরের আট দশটি ছেলের মত আমি না, আমার একটি সতন্ত্র পরিচয় আছে, রয়েছে একটি নিরেট অনুভব ! কারণ আমি একজন কবি। অনুভূতির প্রতিটি লৌহ কপাট ভেঙ্গে আমি এক এক করে নির্দোষ কয়েদী শূন্যতাকে মুক্ত করি, আমার প্রতিটি বাক্যের শব্দের যৌথ আর্তনাদে নির্মান করি এক একটি বেওয়ারিশ কবিতা । কিন্তু তুমি বারে বারে কেন ভুলে যাও আমি ও তো মানুষ ! আমার স্বপ্নের মাঝে আর কত দুঃস্বপ্নের ঘুম ভাঙ্গবে এক একটি মধ্যরাতকে অনাকাঙ্খিত সকাল ভেবে। আমি আর পারছি না, তোমার স্মৃতির প্রতিটি কোলাহল জুড়ে এখন অস্বাভাবিক স্থবিরতা ! শুভ্র বকুল লালচে বাদামী হওয়ার ভয়ে প্রতিনিয়ত পিছিয়ে দেই ঘড়ির কাঁটা। সমুদ্রের কান্না বেয়ে এই মনে হয় ঝাপ দেই দূর আকাশে নিঃসঙ্গতার অট্যহাসি সমস্ত রাত্রী হয়ে ফিরে আসে, না ! এভাবে আর যাই হোক বেচে থাকা যায় না আমি এখন , একটি যথাযথ মৃত্যুর খুব কাছাকাছি দাড়িয়ে ! ________________________________________ My FB page : http://www.facebook.com/EtharBuzz

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.